অভিনেত্রী হিসাবে বেশ পরিচিত মুখ অনামিকা সাহা। 'খলনায়িকা'র চরিত্র হলেও সিনেপ্রেমীদের কাছে আজও তিনি 'বিন্দুমাসি' হিসাবেই পরিচিত। এই 'বিন্দুমাসি' নামেই অনামিকা সাহার জনপ্রিয়তা। তবে নিজের দীর্ঘ কেরিয়ারে বহু ছবিতে অভিনয় করেছেন বর্ষীয়ান এই অভিনেত্রী। অনামিকা সাহা অভিনীত অন্যতম চর্চিত ব্লকবাস্টার ছবি হল ‘বেদের মেয়ে জ্যোৎস্না’। বর্তমানে সিনেমার পাশাপাশি বাংলা ধারাবাহিকেও দেখা যাচ্ছে অনামিকা সাহাকে। তবে সম্প্রতি ৬৬ বছর বয়সে এসে শ্যুটিং করতে গিয়ে ভায়ানক অভিজ্ঞতা হ🍌য়েছে অনামিকার।
সদ্য দুটি বড় শিডিউল শেষ করেছেন অনামিকা সাহা। তারই মাঝে বর্ষীয়ান অভিনেত্রীর হয়েছে এক অন্য অভিজ্ঞতা। শ্যুটিং সেটে গিয়ে এক্কেবারে রক্তারক্তি কাণ্ড! শোনা গিয়েছিল বর্ষীয়ান অভিনেত্রীকে নাকি খিমচে রক্ত বের করে দেওয়া হয়েছে। ঠিক কী ঘটেছে, সেকথা জানতেই বর্ষীয়ান অভিনেত্রীর সঙ্গে Hindustan Times Bangla-র তরফে যোগাযোগ করা হয়। তবে কথা বলেই বোঝা গেল ঘটনায় বিন্দুমাত্র রাগ🐟 করেননি অভিনেত্রী। জানালেন, মফঃস্বলের অভিনেত্রীদের নিয়ে মানুষের যেমন উন্মাদনা থাকে, এটাও তেমনই একটা ঘটনা।
🔯আরও পড়ুন-কাজ থেকে বির🦄তি, বাবা-মা হচ্ছেন নীল-তৃণা? কী জানালেন অভিনেত্রী?
ঠিক কী ঘটেছে?
𓆉 অনামিকা সাহা জানালেন, ‘ ঘটনাটা ঘটেছ🍬ে বাঁকুড়ায়। তবে খারাপ কিছুই ঘটেনি। এটা তো বরং আমার জীবনে বড় পাওয়া। মানুষ আসলে আমায় এখনও কত ভালোবাসে, এটাই সেটার প্রমাণ। আসলে আমি বাঁকুড়ার গিয়েছিলাম। সেখানে আমায় দেখতে প্রচণ্ড ভিড় হয়েছিল। যেমন হয় আরকি! মহিলারা যাঁরা আমায় ভালোবাসেন, তাঁরা আমার হাত ধরতে চাইছিলেন। গ্রামের মানুষ অত তো বোঝেন না, ওঁরা আমায় ভালোবাসেন। আয়োজকরা যখন আমাদের লাইন দিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখনই ওঁরা আমার হাত ধরে টানাটানি করতে গিয়ে আমার হাতে আঁচড়ে যায়, হয়ত যিনি হাত ধরে টেনেছিলেন, তাঁর হাতে নখ ছিল, বা কোনওকিছু ছিল। আমি গাড়িতে উঠে দেখি ওখান দিয়ে রক্ত বের হচ্ছে। তেমন কিছুই হয়নি। ওঁর কোনও দোষ নেই।’