নুসরত জাহানের প্রাক্তন সঙ্গী নিখিল জৈনের বস্ত্র বিপনীর এবারের পুজো-কালেকশনের মুখ সুস্মিতা চট্টো🔴পাধ্যায়। এবার পুজোয় সুস্মিতার কী প্ল্যান? কেমন ভাবেই বা সাজবেন নায়িকা? সবটা নিয়ে হিন্দুস্থ🌞ান টাইমস বাংলার সঙ্গে খোলা মনে আড্ডা দিলেন অভিনেত্রী।
এবছর সুস্মিতার পুজো প্ল্যান কী?
সুস্মিতা: আমি ঠাকুর দেখতে খুব ভালোবাসি, তাই পুজোয় প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরার প্ল্যান রয়েছে। তাছাড়া আমি খেতেও খুব ভালোবাসি, তাই অবশ্যই পুজোর কটা দিন একেবারে কব্জি ডুবিয়ে খাওয়া-দাওয়া করব। যদিও আমি সারা বছরই সব রকমের খাবার খাই, কিন্তু পুজো এলে আমার মনে হয় আরও বেশি বেশি করে খাই। আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি, তাই বেশি করে মিষ্টি খাব।༒ আসলে দুর্গাপুজো আমার কাছে খুব বিশেষ, আমি সারা বছর ধরে এই সময়টার জন্য অপেক্ষা করে থাকি।
আরও পড়ুন: ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে 'পু'-এর বেশে সেজে উঠলেন করিনা! জানেন তাঁর গাউনের𝔉 দাম কত
আর নতুন জামা...
সুস্মিতা:♏ হ্যাঁ, স🦂েটা তো কিনতেই হবে। পুজোয় নতুন শাড়ি পরে অঞ্জলি না দিলে কি চলে?
কাজের জন্য প্রায় প্রতিদিনই তো নতুন জামা পরতে হয়, পুজোয় নতুন জামার যে আনন্দ, সেটা কি এখনও একই রকম?
সুস্মিতা: হ্যাঁ, একই রকম। কাজের জন্য🦩 আমাকে নতুন নতুন পোশাক পরতে হয় ঠিকই। কিন্তু সেটা যেহেতু কাজের সূত্রে তাই সেখানে না ওই আনন্দটা থাকে না, যেটা পুজোর পোশাকে থাকে। নতুন জামা পরে ঠাকুর দেখতে যাওয়ার আলাদাই একটা মজা রয়েছে। অন্য কিছুর সঙ্গে এর তুলনা করা যায় না। পুজোয় নতুন জামার একটা অন্যরকম অনুভূতি রয়েছে।
পুজোর চারদিন ট্রেডিশানাল নাকি ওয়েস্টার্ন, কীভাবে সাজবেন?
সুস্মিতা: সারা বছরই তো নানারকম পোশাক পরি, কিন্তু আমার কাছে পুজোর মানেই শাড়ি। পুজোর চার দিনের জন্য আমি আলাদা আল🌳াদা চারটে শাড়ি বেছে রাখি। আমার আরও একটা বিষয় মনে হয় যে, একটা 🌸মেয়ে শাড়িতেই সম্পূর্ণা।
পুজোর শপিং কি হয়ে গিয়েছে?
সুস্মিতা: আমার পুজোর কেনাকাটা এখনও শুরু হয়নি। কিন্তু𝕴 এখন তো আর বেশিদিন বাকি নেই, তাই এবার তাড়াতাড়ি কেনাকাটা সেরে ফেলতে হবে।
আরও পড়ুন: কৌশানীকে কেন ‘💝টোন ডাউন’ করতে বললেন বনি? প্রেমিককে নিয়ে যা বললেন ন♔ায়িকা
আপনার শপিং পার্টনার কে?
সুস্মিতা: আগে আমি মা বাবার সঙ্গেই জামা কাপড় ꦓকেনাকাটা করতে যেতাম। এখন ওঁরা আমার সঙ্গে কলকাতায় থাকেন না, তাই এখন আমি শপিং করতে যাই আমার স্টাইলিশ আর মেকআপ আর্টিস্টদের সঙ্গে। ওঁরা দেখে বলে দেন কোনটায় আমায় ভালো লাগবে।