রাত পোহালেই দোল (২৫ মার্চ)। আর ঠিক তার পরদিনই আবার হোলি (২৬ মার্চ)। রঙের উৎসবে মাতবে গোটা দেশ। কে না চান, এমন একটা সুন্দর দিনে রঙিন হয়ে উঠতে! আর এবার একসঙ্গে দোল খেলবেন এই মুহূর্তে টলিপাড়ার সবথেকে রঙিন দম্পতি। বিয়ের পর এটাই যে তাঁদের প্রথম দোল। ঠিকই ধরেছেন কাঞ্চন-শ্রীময়ীর কথা-ই বলছিলাম।
তবে শুধু দোল নয়, আজ (রবিবার) থেকেই নবদম্পতি কাঞ্চন-শ্রীময়ীর বাড়িতে নানান অনুষ্ঠান, পুজো, সেলিব্রেশন শুরু হয়ে যাচ্ছে। তার সবটা Hindustan Times Bangla-র সঙ্গে ভাগ করে নিয়েছেন 'নতুন বউ' শ্রীময়ী।
শ্রীময়ীকে যখন ফোন করা হল, তখন বাজে প্রায় দুপুর ১টা। কেমন আছেন? প্রশ্ন করতেই হেসে জানালেন 'দারুণ'। তারপরই দোলের পরিকল্পনা জানাতে গিয়𝔉ে শ্রীময়🐓ী বললেন, ‘আজ (২৪ মার্চ, রবিবার) তো পূর্ণিমা লেগে গেছে। আর আমি এখন মায়ের কাছে এসেছি, হাতিবাগানের বাড়িতে। কাঞ্চনও প্রচার সেরে এই মাত্র ঢুকল। মায়ের এখানে আজ, (২৪ মার্চ রবিবার) সত্যনারায়ণ পুজো হবে, বিয়ের পর প্রথম যে সত্যনারায়ণ পুজো রাখা হয় সেটা।’
আরও পড💟়ুন-ꦜ'ডিমের কুসুম, ব্যাটারির কালিও মেখেছি আর স্নানে গিয়ে… এবার তো দীপঙ্করের সঙ্গেই দোল…: অহনা