রুশো ব্রাদার্সের সঙ্গে কাজ করার পর এবার মার্ভেল স্টুডিয়োজের সঙ্গে কা🌄জ করতে চলেছেন ফ্যামিলি ম্যান খ্যাত পরিচালকদ্বয় রাজ এবং ডিকে? সম্প্রতি তেমনই একটি রিপোর্টে জানানো হয়েছে। এই বিষয়ে বলে রাখা ভালো, এই পরিচালক জুটি কিন্তু বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া এবং রিচার্ড ম্যাডেন অভিনীত সিটাডেলের ভারতীয় ভার্সন নিয়ে কাজ করছেন। তাঁরা এই ছবিটি বানাচ্ছেন রুশো ব্রাদার্সের সাহায্যে, তাঁদের সঙ্গে হাত মিলিয়ে। এই রুশো ব্রাদার্স কিন্তু সিট🧸াডেলের আসল প্রজেক্টের সঙ্গেও যুক্ত ছিলেন। এমনকি তাঁরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ক্ষেত্রেও যথেষ্ট দক্ষতার ছাপ রেখেছেন।
পিঙ্কভিলার তরফে সম্প্রতি জানানো হয়েছে, 'রাজ এবং ডিকে তাঁদের ছবিতে যে ফ্লেভার নিয়ে আস🔜েন সেটা নাকি দারুণ পছন্দ হয়েছে মার্ভেলের। তাই তাঁদের সঙ্গে নাকি মার্ভেলের একটি আলোচনা হয়েছে যাতে তাঁরা দুজন মিলে একটি অরিজিন্যাল সুপারহিরোর গল্প লিখতে পারেন ওদের জন্য। রাজ এবং ডিকে না এটা নিয়ে কাজও শুরু করে দিয়েছেন।'
সূত্রের খবর অনুযায়ী, 'রাজ এবং ডিকে প্রথম একটা খসড়া বানাবেন। সেটা সবুজ সংকেত পেলে গল্পটাকে আরও ভালো করা হবে। নিখুঁত কর♚া হবে। এমনকি সমস্ত পেপারওয়ার্কও। এখন আপাতত কমিশন দিয়ে তাঁদের একটি সুপারহিরোর গল্প তৈরি করতে বলা হয়েছে।'
আরও পড়ুন: বলিউড যেতে হয়নি ༒কিছু করার জন্য' তাহলে কাজের সুযোগ কীভাবে ♔এসেছিল প্রসেনজিতের কাছে?
আরও পড়ুন: প্রিয়জন হারানোর ব্যথায় শোকা💃কুল অর্জুন কাপুর, কার জন্য লিখল🍎েন, ‘খুব মিস করি...’