ফারহান আখতার পরিচালিত বন্ধুত্ব, প্রেমের গল্পের দিল চাহতা হ্🌱যায় মুক্তি পাওয়ার দেখতে দেখতে বাইশ বছর কেটে গেল। ছবিটার শুটিং হয়েছিল গোয়ায়। কিন্তু এত বছর কেটে গেলেও ফারহান আখতার আর কখনই গোয়ার সেই জায়গায় ফেরত যাননি। এবার প্রায় ২৩ বছর পর সেখানে ফিরে গেলেন। চাপোরা ফোর্ট থেকে এদিন ছবি পোস্ট করে নস্টালজ🔯িয়ায় ভাসলেন পরিচালক।
গোয়ার চাপোরা ফোর্টে ফারহান
শেষ ২৩ বছর আগে ছবির শুটিংয়ের জন্য গিয়েছিলেন গোয়ার চাপোরা দুর্গে। মাঝে দুই দশকের বেশি সময় কেটে গিয়েছে, কিন্তু সেখানে আর 𝓡কখনই যাওয়া হয়নি তাঁর। এবার ২৩ বছর পর সেখানে ফিরে গিয়ে নস্টালজিয়ায় ভাসলেন তিনি। এমনকি এখান থেকে একটি ছবিও পোস෴্ট করতে দেখা যায় তাঁকে। ফারহান আখতারকে এই চাপোরা দুর্গে পরিচালক সুজাত সওদাগরের সঙ্গে বসে থাকতে দেখা জয় ছবিতে। ফারহানের পরনে এদিন একটি গ্রে রঙের টিশার্ট ছিল। সোজা জিন্স, জ্যাকেট এবং জুতো। সুজাতকে অবশ্য ক্যাজুয়াল পোশাকেই দেখা গেল এদিন।
আরও পড়ুন: নার্ভাসনেসে ভোগেন সৌরভও! দাদাগিরির মঞ্চে অকপটে বললেন, 'ভ💮য়ে থাকতাম যদি...'
আরও পড়ুন: ‘আমার টাকা, আপনারা বলার কে?’🍎, আর্🔴চিস নিয়ে নেপোটিজমের খোঁচা খেতেই খেপে গেলেন জোয়া আখতার
এই ছবিট𒆙ি পোস্ট করে এদিন ফারহান আখতার লেখেন, 'এই🐟 প্রথম আবার ফিরে গেলাম চাপোরা দুর্গে সেই যবে আকাশ, সমীর এবং সিড এখানে বসে নিজেদের জীবন নিয়ে কথা বলছিল আর আমরা সেটার শুট করি তারপর। সেটা প্রায় ২৩ বছর আগের ঘটনা। অনেক কিছু বদলে গিয়েছে এর মধ্যে কিন্তু সেই উষ্ণতা, গোয়ার সেই নোনা হাওয়া একই আছে। কিছু জায়গা সত্যি ম্যাজিকাল হয়।'
অনেকেই ফা🍰রহান আখতারের এই পোস্টে কমেন্ট করেছেন। তাঁরাও পরিচালকের সঙ্গে নস্টালজিয়ায় ভেসে গিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'দিল চাহতা হ্যায় মুক্তি পাওয়ার ৩০ বছর কেটে গিয়েছে! এটা মনেই হচ্ছে না।' আরেকজন লেখেন, 'নস্টালজিক হয়ে♚ পড়লাম এটা দেখে।'
দিল চাহতা হ্যায় প্রসঙ্গে
এই ছবিতে উঠে এসেছিল কিছু বন্ধুܫ এবং তাঁদের জীবনের কথা। ফারহান আখতার পরিচালিত এই ছবিটি ২০০১ সালে মুক্তি পেয়েছ🌱িল। মুখ্য ভূমিকায় ছিলেন আমির খান, সইফ আলি খান, অক্ষয় খান্না, প্রীতি জিন্টা, সোনালি কুলকার্নি, ডিম্পল কাপাডিয়া, প্রমুখ।