সম্প্রতি এক পডকাস্টে মা-বাবা জাভেদ আখতার ও হানি ইরানির ডিভোর্সের পর তাঁকে যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়, তা ব্যক্ত করেছেন ফারহান আখতার। ফায়ে ডি'সুজাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফারহান স্মরণ করেছেন তাঁর যৌবনে মাকে কষ্ট পেতে দেখার কথা। তিনি স্বীকার করেছেন যে, তাঁর মা যখন তাঁর মদ্যপানের অভ্যাস সম্পর্কে জানতে পেরেছিলেন, তখন তিনি ছেলে হিসাবে ব্যর্থ💮 বোধ করেছিলেন।
আরও পড়ুন: ফ্যাট টু ফিট! তন্ময় ভাটের ওজন কমানো দেখে সবার চোখ কপালে, ক�🍃�োন এক্সারসাইজে হলেন এত রোগা?
সিঙ্গল মাদার হিসেবে হানি ইরানির কষ্ট প্রসঙ্গে ফারহান
অভিনেতা বলেন, ‘তিনি সিঙ্গেল মাদার ছিলেন, সব কাজের মধ্যেও জোয়া ও আমার দেখাশোনা করতেন। আমার মনে হয় সেই সময়ে, তার সেই সময় যা হওয়া একেবা🤪রেই উচিত ছিল না তা হল, বাচ্চাদের মধ্যে একজনের এরকম হওয়া। আমি মদ্যপান করতাম এবং এরকম আরও অনেক কাজ করতাম, যা তাঁকে কষ্ট দেয়। তিনি জানতে পেরে আমাকে বলেছিলেন, ‘শোনো, আমি তোমার সঙ্গে যথাসাধ্য চেষ্টা করেছি। কিন্তু আমি পারিনি। তুমি তোমার বাবার কাছে গিয়েই এখন কিছুদিন থাকবে।’ একথা শুনে আমার মনে হয়েছিল, আমি তাঁকে ছেলে হিসাবে ব্যর্থ করেছি। সেই প্রথম আমার মনে হয়েছিღল যেন চারদিক অন্ধকার হয়ে যাচ্ছে। এই আঘাত তাঁর পাওয়া উচিত হয়নি।
আরও পড়ুন: ট🌺াকার জন্য RG Kar নির্যাতিতাকে নিয়ে ভিডিয়ো বানাচ্ছেন? 😼ট্রোলে কড়া জবাব বং গাই-এর
তিনি আরও উল্লেখ করেছিলেন, ‘এমন নয় আমি তাঁর সঙ্গে খারাপ আচরণ করেছিলাম। তবে আমি তাঁর চাপ বাড়িয়ে তুলেছিলাম। যা সেই সময় তাঁর পাওয়া উচি𒈔ত ছিল না। সেই ভয়ঙ্কর অনুভূতিই আমাকে কাজে মন দিতে অনুপ্রাণিত করেছিল।’
আরও পড়ুন: আয়ুষ্ম﷽ান বাদ! সৌরভের বায়োপিকে নাকি ‘দাদা’-র রোলে প্রসেনজিৎ, আর ডোনার চরিত্রে…
ফারহান পরিচালনায় আত্মপ্রকাশ করেছিলেন ‘দিল চাহতা হ্যায়’ দিয়ে। যেখানে আমির খান, সাইফ আলি খান, প্রীতি জিন্টা এবং অক্ষয় খান্না অভিনয় করেছিলেন। তিনি হৃতিক রোশনের লক্ষ্য এবং শাহরুখ খানের ডন ২ এবং ডন ৩-ও পরিচালনা করেছিলেন। অভিষেক কাপুরের 'রক অন' দিয়✤ে বলিউডে অভিনয়ে পা রাখেন ফারহান। এবং পরে জোয়া আখতারের লাক বাই চান্স, জিন্দেগি না মিলেগি দোবারা এবং দিল ধড়কনে দো-র মতো সিনেমায় অভিনয় করেছেন।