পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খান শুধু পাকিস্তান নয় বিশ্বব্যাপী তাঁর অভিনয়ের জন্য সমাদৃত। ফাওয়াদ সোনম কাপুরের সঙ্গে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত 'খুবসুরাত' সিনেমায় কাজ করেছিলেন। সেটাই ছিল তাঁর বলিউডে আত্মপ্রকাশ। এরপর তাঁকে 'কাপুর অ্যাণ্ড সন্স'-সহ বেশ কয়েকটি ভারতীয় 🌠সিনেমায় দেখা গিয়েছে। তাঁর অভিনয় এবং গুড লুকের জন্য নায়কের ভারতেও তাঁর অনুরাগীর সংখ্যা নেহা꧒ত কম নয়।
তাঁর সর্বশেষ কাজ হল অতিꦍপ্রাকৃত গল্প নির্ভর সিরিজ 'বারজাখ', তিনি যে কতখানি𒐪 দক্ষ একজন অভিনেতা তা আবার এই কাজের মাধ্যমে প্রমান করেছেন।
আরও পড়ুন: মা নীতার ২০০ কোটির বাজ🦄ুবন্ধ পরে বিয়ে করলেন অনন্ত, এর সঙ্গে রয়েছে মুঘলদের যোগ!
সিরিজে সিঙ্গেল প্যারেন্ট হিসেবে তাঁকে দেখা গিয়েছে। বাবার চরিত্রে অভিনয় করার অনুভূতি ঠিক কেমন? জানতে চাওয়া হলে, ফাওয়াদ খান মিড-ডেকে জানান, যে এটি তাঁর জন্য খুব সহজ ছিল না, 🌜কারণ তিনি সোশ্যাল মিডিয়ার থেকে দূরে ছিলেন।
নিজের স্টারডাম প্রসঙ্গে নায়ক জানান, যে তিনি সব কিছু থেকে ব্যতিক্রম নন। যখন তিনি তাঁর কর্মজীবন শুরু করেন, তখন একজন অভিনেতা হিসাবে আলাদা করে কখনওই প্রশিক্ষণ নেওয়ার সুযোগ তাঁর হয়নি। যদিও তিনি প্রাথমিকভাবে গ্ল্যামারের প্রতি খানিক আকৃষ্ট হয়েই এই পথ বেছে নেন। তিনি জানান, পরিচিতি পাওয়ার ꦬআকাঙ্ক্ষাই তাঁকে প্রথম আকৃষ্ট করেছিল বিনোদন জগতের প্রতি। কিন্তু ভারতে আসার আগেই, তিনি এই পেশার প্রেমে পড়তে শুরু করেছিলেন এবং দক্ষতা বাড়ানোর জন্য নিজের উপর কাজ করতেও শুরু করেছিলেন। তিনি জোর দিয়েছিলেন কোনও কাজের অর্থ গভীর ভাবে বুঝে তারপর করতে। কেবল নিজের চরিত্র নয়, গল্প থাকা অন্যান্য চরিত্রগুলিকেও তিনি বুঝতে চেষ্টা করতেন। সব মিলিয়ে একজন শিল্পী হিসেবে, তিনি সব দিক থেকে নিজেকে তৈরি করতে চেয়েছিলেন। তারকা হয়ে পরিচিতি পেতে চাওয়া ছেলেটা পরে উপলদ্ধি করেন তারকা হওয়ার নয়, একজন শিল্পী হয়ে ওঠাই সবচেয়ে বড় কথা। তিনি বলেন, ‘ আমি নিজেকে কোনও বড় তারকা মনে করি না।’
আরও পড়ুন: 'একটা ম্যাজিক হত…' চোখের বালিতে ঐশ্বর্যর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে অꦿকপট প্রসেনজিৎ
সব বয়সের মহিলাদের মধ্যে একজন রোমান্টিক নায়ক হিসেবে ফাওয়াদ খানের নাম যে উঠে আসে তাও অস্বীকার করেননি নায়ক। তিনি এ প্রসঙ্গে বলেন, 'আমাকে প্রায়ই বলা হয় 'হ্যাঁ ঠিকঠাক দেখতে, তার জন্য এত বাড়াবাড়ির কী আছে?' অনেকেই মনে করে আমার প্রতি দর্শকদের ভালোলাগার বিশেষ কোনও কারণ নেই। হয়ত𝔍ো তাই, কিন্তু আমি কৃতজ্ঞ যে তাঁরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন, পাশে থেকেছেন।'