স্বপ্নপূরণ! মেসির হাতে কাপ… বিশ্বকাপে ট্রফি জয়ী আর্জেন্তিনা। আবেগে ভাসছেন গোটা বিশ্বের নীল-সাদা টিমের ভক্তরা। ট্রফি হাতে নিয়ে আবেগেপ্রবণ মেসি। আনন্♏দে আত্মহা💖রা তাঁর সতীর্থরা। আর্জেন্তিনার জন্য শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়া জুড়ে।
এমন অবস্থায় রাজ্যের ‘💯দিদি'র কাছে বিশেষ আবদার করে বসলেন মীর আফসার আলি। ‘দিদি কাল প্লিজ সরকারী ছুটি হয়ে যাক, নীল-সাদার দিব্যি’, ফেসবুক পোস্টে এমনই আবদার মীরের। সঞ্চালক-কমেডিয়ানের পোস্টের এই ‘দিদি’ কে?
উল্লেখ্য, কয়েক বছর আগেই নীল-সাদায় সেজে উঠেছে গোটা তিলোত্তমা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই ছিলেন নীল-সাদജা রঙে শহর সেজে ওঠার পিছনে মূল কাণ্ডারী। তবে কি মীরের পোস🍸্টের দিদি তিনিই? এমনই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটিজেনের মনে। অনেকই আবার পোস্টের নীচে দুষ্টু-মিষ্টি মন্তব্যও করেছেন।
আরও পড়ুন: ‘লাইট দ্য স্কাই’ হিন্দিতে গাইলেন, বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে মঞ্চ মাতালেন নোরা