প্রযুক্তির অন্যতম আবিষ্কার এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের মস্তিষ্কের মতো করে কাজ করে। চিন্তাশক্তি, বুদ্ধি কিংবা বিশ্লেষণ ক্ষমতা মানুষের সহজাত। কিন্তু একটি যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে,🀅 সেটিকে চিন্তা করানো কিংবা বিশ্লেষণ করানোর ক্ষমতা দেও🐈য়ার ধারণাটিকে সাধারণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়।
সারাবিশ্বের নেট দুনিয়ায় কতই না কৌশল আর দুর্দান্ত কাজের সমাধান লুকিয়ে আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা সেখানে ছড়াচ্ছে সম্ভাবনার হাজারো পারদ। সম্প্রতি গোটা বিশ্ব জুড়েই কাজের দুনিয়ায় ভাগ বসিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার AI-এর সাহায্যে গেম অফ থ্রোনস-এর চরিত্রদের কল্পনা করা হয়েছে বলিউড তারকাদের নিয়ে। আরও পড়ুন: ‘মেড ইন হেভে🐻ন ২’-এর প্রিমিয়ারে তারকাদের ছড়াছড়ি, কে কেমন সেজে এসেছিলেন
কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ডেনেরিস টারগারিয়েনের ভূমিকায় এমিলিয়া ক্লার্কের পরিবর্তে অভিনেত্রী ঐশ্বর্য রা🤪ই বচ্চনকে কল্পনা করা হয়েছে। আদিত্য রায় কাপুরকে নিকোলাজ কোস্টার ওয়াল্ডউ-এর জেইম ল্যানিস্টারের চরিত্রে দেখা যাচ্ছে। কিট হারিংটনের জায়গায় এসেছেন রণবীর সিং।