সাফল্যের সঙ্গে এক বছর পূর্ণ করল গীতা এলএলবি। বাংলা টেলিভিশনের অন্যতম সফল মেগা সিরিয়াল এটি। এক বছর পরেও টিআরপি তালিকায় প্রথম তিনে হামেশাই জায়গা করে নেয় হিয়া মুখোপাধ্যায় অভিনীত এই মেগা। পর্দায় গীতা বেজায় ডাকাবুকো। শক্রুর চোখে চোখ রেখে মোকাবিলা করে, বাস্তবের হিয়া কিন্তু বেজায় ইমোশন্যাল। নরম-স্বভাবের মেয়ে। তাই তো গীতা এলএলবি-র এক বছরের সেলিব্রেশনে কেঁদে ভাসালেন নায়িকা। আরও পড়ুন-‘তুই ঝুলিয়েছ🌼িস আমাকে…’, ইমনের সঙ্গে তীব্র ঝামেলা দেবজ্যোতি মিশ্রের! সোশ্যালে ভিডিয়ো দিলেন গায়িকা
বুধবার দাসানি ২ স্টুডিও-তে শ্যুটিংয়ের ফাঁকে জমিয়ে চলল সেলিব্রেশন। কার🧜ণ এদিন গীতার জন্মদিন। আজকাল যেখানে দু-তিন মাসে সিরিয়ালের ঝাঁপ বন্ধ হচ্ছে, সেখানে সাফল্যের সঙ্গে এক বছরের সফর পার করাটা কম বড় কথা নয়। এই দিনই গীতা মানে হিয়ার চোখে জল। মাইক হাতে কাঁপা গলায় বললেন, ‘আমার কোনও দান নেই। আমি নিজে থেকে কিছু করি না। আমাকে স্যার (স্নেহাশিস চক্রবর্তী) যেমন বলে দেন, আমি ঠিক ততটাই করি।’
হিয়া বলেন, সংলাপ পড়তে পড়তেই দাসানিতে পৌঁছান তিনি। তারপর কোনদিকে তাকাবেন, কীভাবে সিনটা পারফর্ম করবেন সবটা শিখিয়ে-পড়িয়ে দেন স্নেহাশিস চকꦆ্রবর্তী। হিয়া আরও বললেন, ‘আমি বাস্তবে এটা নয়, আমার মধ্যে যে গীতা আছে, আমার যে কোর্টের বাইরে হাত চলে আ𝄹র কোর্টের মধ্যে মুখ চলে সেটা শুধুমাত্র একটা মানুষের জন্য….’।
‘নয়নতারা’-য় ধারাবাহিকের সুবাদে আলোচনায় উঠে এসেছিলেন হিয়া, তবে গীতা এলএলবি তাঁর ভাগ্য বদলে দিয়েছে। নায়িকা আরও বললেন, 'প্রতিদিনই আমি গীতার থেকে কিছু না কিছু পাই। প্রতিটা দিন আমার সামনে একটা নতুন একটা চ্যালেঞ্জ। এই মেগায় তাঁর বিপরীতে অভিনয় করছেন কুণাল শীল। তাঁদের রসায়নও শুরু থেকেই হিট। তাঁর কথায়, হই-হুল্লোড় করেই কাজটা করেন তাঁরা। স্বস্তিক চরিত্রটার 🔯সঙ্গে যেন সুবিচার করতে পারেন এই একটাই প্রার্থনা তাঁর।
আরও পড়ুন-দেখা মিলল ঊষসীর নায়কের! বরফ🌠-মোড়া নিউꦫ ইয়র্কে আদৃতের হাত ধরে শুভলক্ষ্মীর ‘গৃহপ্রবেশ’
যাঁর দূরদর্শিতায় ভর করে আজ গীতা এলএলবি এতখানি সফল, সেই স্নেহাশিস চক্রবর্তী কী বলছেন? ব্লুজের কর্ণধারের কথায়,'আমি শুরু থেকে চেয়েছি ইন্ডস্ট্রি যাতে আরও নতুন মুখ পায়। দেখেই মনে হয়েছে হিয়া পারবে। ইন্ডাস্ট্রির ৭০-৮০% নতুন মুখ তো আমরাই নিয়ে এসেছি। অনেক সময় হয়ত চরিত্র নির্বাচনে ভুল হয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই সফল। ইন্ডাস্ট্রি🤪র প্রতি আমরা দায়বদ্ধ।'
এই মেগায় অভিনয় করছেন ভাস্বর চট্টোপাধ্যায়, ভরত কল, বাসন্তী চট্টোপাধ্য🐲ায়, সুপ্রিয় দত্ত, মেঘনা হালদারের মতো একঝাঁক অভিজ্ঞ মুখও। গীতা এলএলবি-র সাফল্যের প্রমাণ অ্যাডভোকেট অঞ্জলি অবস্তি। ইতিমধ্যেই স্টার প্লাসে সম্প্রচারিত হচ্ছে সিরিয়ালের হিন্দি রিমেক।