'রঙ্গিলা'-এ মুখ্য চরিত্রে আত্মপ্রকাশ করার আগে পর্যন্ত উর্মিলা মাতোন্ডকর বেশ কয়েক বছর ধরে একজন চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ করেছেন। তারপর অবশ্য তাঁকে প্রাপ্তবয়স্ক চরিত্রেও দেখেছেন দর্শকরা। কিন্তু তাঁর ভাগ্য ফেরে রাম গোপাল ভার্মার 'রঙ্গিলা'-তে অভিনয় করার পরই। তবে এই ছবির ফটোশ্যুটের সময়ই ঘটে ছিল এক কাণ্ড, উর্মিলা নাকি তাঁর হেয়ার ড্রেসারকে 🥂কাঁদিয়ে ছিলেন। নায়িকার সঙ্গে কাজের সেই অভিজ্ঞতার কথাই সাম্প্রতিক সময় এক সাক্ষাৎকারে শেয়ার করেছেন হেয়ার স্টাইলিস্ট নন্দা।
নন্দা, 'রঙ্গিলা'-এর শ্যুটিংয়ের সময় উর্মিলার হেয়ার স্টাইলিস্ট হিসেবে কাজ করেছিলেন। আসলে তিনি সেই 🐼সময় মারিয়া নামে অন্য এক হেয়ার স্টাইলিস্টকে সহায়তা করতেন। বোরিভালি ন্যাশনাল পার্কে ফটো শ্যুটের সময় উর্মিলার হেয়ায় স্টাইলিংয়ের দারিত্ব ছিল নন্দার উপর। আর তখনই ঘটে ঘটনাটি। বলিউড নাও-কে দেওয়া এক সাক্ষাৎকারে উর্মিলার এই ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, 'আমাকে উর্মিলা জিজ্ঞেসা করেন 'মারিয়া কোথায়?' আমি বলি, 'দিদিকে অন্য একটি শ্যুটিং-এর কাজে যেতে হয়েছে, একটু জরুরী কাজ ছিল।' আমার কথার প্রত্যুত্তরে তিনি বলেন, 'এটা শ্যুটিং নয়? এটা জ্রুরী কাজ না?' এসব শুনে আমি জানাই, 'আমি কিছু জানি না, দিদি আমাকে পাঠিয়েছেন।'
আরও পড়ুন: 'এটা কোনও কাজের কথা নয়…' বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে হঠাৎ কেনꦬ ꦅএমন বললেন জিৎ
তারপর নন্দা উর্মিলার হেয়ার ড্রেসিংয়ের কাজ শুরু করেন। কিন্তু তখন থেকে নায়িকা ক্রমাগত তাঁর ভুল ধরতে শুরু করেন। শেষে বিষয়টা এমন পর্যায় চলে যায় যে, নন্দা কাঁদতে শুরু করেন। নন্দা এই ঘটনা প্রসঙ্গে বলেন, 'তিনি ক্রমাগত আমার কাজের সমালোচনা করতেন কারণ তিনি মারিয়ার সঙ্গে কাজ করতে প🎉ছন্দ করতেন। আমি ওঁকে সাহায্য করে দিতাম হেয়ার স্টাইলিং-এ সেই পর্যন্ত ঠিক ছিল, ﷽কিন্তু আমাকে স্বাধীনভাবে ওঁর চুলে কাজ করতে দিতে পছন্দ করতেন না। সেদিন এতটাই খারাপ ব্যবহার করেন উর্মিলা, যে সেখানে দাঁড়িয়েই আমার চোখে জল এসে যায়। কিন্তু কখনও ওঁর সামনে কাঁদিনি।'
তারপর ক্যারিয়ার জুড়ে নন্দা আরও অনেক অভিনেতা অভিনেত্🧔রীদের সঙ্গ🐷ে কাজ করেছেন কিন্তু উর্মিলার সঙ্গে কাজ করা তাঁর সবচেয়ে কঠিন বলে মনে হয়েছে। নন্দা বলেন, 'আমি অনেক মানুষের সঙ্গে কাজ করেছি, কিন্তু এটিই একমাত্র অভিজ্ঞতা যা ভাবলে আমার আজও খারাপ লাগে, আসলে সেদিন এত ভয় পেয়েছিলাম।'
আরও পড়ুন: 'মারধর করে জেলে যেতেন…' আরমান মালিককে নিয়ে করা উরফ🎀ির মন্ত𓆉ব্যের সমালোচনা করলেন রাখি
উল্লে😼খ্য, ২০১৮ সালের 'ব্ল্যাকমেইল'-এ উর্মিলাকে শেষ দেখা গিয়েছিল, তারপর সিনেমার পর্দায় তাঁকে আর সেভাবে দেখা যায়নি। তবে সম্প্রতি, নায়িকাকে 'ডিআইডি সুপার মমস' নামে একটি টেলিভিশন রিয়েলিটি শোয়ে বিচারকের ভূমিকায় দেখা গিয়েছে।