৮ নভেম্বর OTT মাধ্যমে মুক্তি পেতে চলেছে হংসল মেহতার তদন্তমূলক থ্রিলার ছবি বাকিংহাম ম😼ার্ডার্স। বড় পর্দায় মুক্তির কয়েক মাসের মধ্যেই ওয়েব দুনিয়ায় এসে গেল ছবিটি। মুখ্য ভূমিকায় আছেন করিনা কাপুর। নেটফ্লিক্সে দেখা যাবে এই ছবিটি। OTT তে ছবিটা আসতে না আসতেই কী ঘোষꦍণা করলেন পরিচালক হংসল মেহতা?
আরও পড়ুন: ছয় দশক প🍎র ফের বড় পর্দায় ‘মণিহারা’! ৩ ভূতের গপ্প বলতে সত্যমের সঙ্গ🌊ে থাকছেন কারা?
কী ঘটেছে বাকিংহাম মার্ডার্স ছবিটি নিয়ে?
বাকিংহাম মার্ডার্স ছবিটি মূলত হিংলিশ ভাষায় তৈরি করা হয়েছিল। অর্থাৎ সেই ভার্সনে ছবিটির ৮০ শতাংশ ডায়লগ ছিল ইংরেজিতে, আর ২০ শতাংশ ছিল হিন্দিতে। এটা ছাড়া এই ছবির আরও একটি ভার্সন মুক্তি পেয়েছিল যেটা পুরোপুরি হিন্দিতেই ডাবিং করে প্রকাশ্যে আনা হয়েছিল। কিন্তু জানা গিয়েছে নেটফ্লিক্সে খালি ওই হিন্দি ভাষায় ডাব করা ভার্সনটি উপলব্ধ থাকবে। আর এটা জানার পরই হইচই ফেলে দি🏅য়েছেন দর্শকরা।
কী বলছেন দর্শকরা?
আসল হিংলিশ ভার্সনের বদলে খালি হিন্দি ভার্সন রাখায় ক্ষুব্ধ দর্শকরা। সেটাই ত🔯াঁরা সোশ্যাল মিডিয়ায় উগরে দিয়ে লেখেন, 'হংসল মেহতা নেটফ্লিক্স ইন্ডিয়ায় কেন এই ছবির হিংলিশ ভার্সন রাখা হবে না বাকিংহাম মার্ডার্সের? ব্রিটিশদের ওভাবে হিন্দি বলতে শুনলে কেমন বিরক্তিকর লাগে।' কেউ আবার জানিয়েছেন তাঁরা ছবিটি দেখতে ജশুরু করেও বেশিদূর দেখতে পারেননি ভয়ঙ্কর ডাবিংযের জন্য। তাঁদের মতে গোটা বিষয়টাই অত্যন্ত মেকি লাগছে হিন্দি ডাবিংয়ে শুনলে।
দর্শকরা এভাবে গোটা বিষয়টার বিরোধিতা করতেই মুখ খুল𝕴েছেন খোদ পরিচালক। জবাব দিয়ে জানিয়েছেন শীঘ্রই আসল ভার্সন উপলব্ধ হয়ে যাবে এই OTT মাধ্যমে।
কী লিখেছেন হংসল মেহতা?
হংসল এদিন লেখেন, 'এটা সত্যিই, একদম বিরক﷽্তিকর বিষয় যে ছবির আসল ভার্সন থাকবে না। আমি এই বিষয়টা নেটফ্লিক্স ইন্ডিয়াকে জানিয়েছি। আশা করব ওরা দ্ไরুত এটা শুধরে নেবে।'
আরও পড়ুন: ফের বহুরূপীর মুকুটে লাগল নতুন পালক! রেকর্ড আয়ের পর এবার কোন নজির গড়ল 📖শিবপ্রসাদ-ඣআবিরের ছবি?
বাকিংহাম মার্ডার্স প্রসঙ্গে
এই থ্রিলারের গল্প আবর্তিত হয় সার্জেন্ট জসমিত ভমরারকে কেন্দ্র করে, যে তার ছোট ছেলে একামকে হারিয়ে ফেলেছে। আর এমন অবস্থাতেই তার কাছে তার সন্তানের বয়সী একটি ছেলের নিখোঁজ হওয়ার কেস আসে। তখন সে কী করে সেটা নিয়েই এই ছবি। করিনা কাপুর ছাড়াও এখানে মুখ্য ভূমিকায় আছেন অ্যাশ টন্ডন, রণবীর ব্রার, কিথ অ্যাল♏েন, প্রমুখ। এই ছবি দিয়েই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করলেন করিনা। সঙ্গে হংসল মেহতা এবং একতা কাপুরের বালাজি মোশন পিকচার্স সহ-প্রযোজনা করেছে ছবিটির।