স্বামী মহম্মদ শামিকে নিয়ে হামেশাই সোশ্য়াল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন হাসিন জাহান। তবে এবার শামি ঘরণীর রোষের মুখে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আর জি কর কাণ্ডে সৌরভের বিতর্কিত বয়ান নিয়ে এতদিন পর ফুঁসে উঠলেন হাসিন। আর জি করের নৃশংস খুন ও ধর্ষণের মামলাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে নেটপাড়ার রোষের মুখে পরেন দাদা। আর✨ও পড়ুন-‘বড্ড দৃষ্টিকটূ’, ঋতুপর্ণ꧂ার শাঁখের পর ‘গিটার দিদি’ সায়ন্তিকা! বিধায়কের কাণ্ডে হাসির রোল
মহারা🔯জকে রীতিমতো তুলোধনা করেছেন শ্রীলেখা মিত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়রা। চাপের মুখে পরে বয়ান বদলও করেন সৌরভ, জানান তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। জানান, আর জি করের ঘটনাটি ‘ভয়ংকর এক ঘটনা।’ আরজি কর ই💫স্যুতে বুধবার পথেও নামছেন মহারাজ। আর এইদিনই তাঁকে বিঁধলেন হাসিন।
মহম্মদ শামির বিচ্ছিন্না স্ত্রী লেখেন, ‘সৌরভ গঙ্গোপা🅺ধ্যায়ের মতো মানুষদের জন্য বোধহয় মেয়েরা শুধু এন্টারটেনমেন্ট এবং এনজয় করার বস্তু। তাই তো বলেছে ধর্ষণের মতো দুর্ঘটনা সারা বিশ্বে ঘটে, এর জন্য প্রশাসনের দিকে আঙুল তোলা সঠিক নয়। পশ্চিমবঙ্গ এবং ভারত মেয়েদের জন্য সুরক্ষিত জায়গা’।
সৌরভ নিজেও কন্যা সন্তানের বাবা, তাই সৌরভের মন্তব্যে আরও হতাশ হাসিন। তাঁর কথায়, হয়ত ওঁর মেয়ে সুরক্ষিত আছে বলেই যে বাবার কোল খালি হয়েছে তাঁর কষ্ট বুঝতে পারেননি সৌরভ। হাসিন লেখেন, 'আসলে সৌরভজির মেয়ꦇে এখনও সুরক্ষিত তাই অন্যের কষ্টটা উনি অনুভব করতে পারছেন না। আপনি কী জিনিস সেটা তো আমি ২০১৮ সালেই বুঝে গিয়েছিলাম, এখন বাঙালিদের জানাটাও জরুরি…কারণ এটা জরুরি নয় যে আপনি ভালো ক্রিকেটার মানে ভালো মানুষও হবেন। তবে খোদার কসম খেয়ে বলছি, বাঙালি বুদ💧্ধি আপনি একাই ব্যবহার করে এসেছেন'।
সৌরভের বিতর্কিত মন্তব্য
আর জি কর ইস্য়ুতে প্রথমবার মুখ খুলে বিতর্ক দানা বাঁধিয়েছিলেন সৌরভ। তিনি বলেছিলেন, ‘একটা ঘটনার উপর ভিত্তি করে পুর📖ো সিস্টেম নিয়ে সমালোচনা করাটা ঠিক নয়। বাংলায় মেয়েদের নিরাপত্তা আছে। এমনকী গোটা ভারতেও মেয়েদের নি🌱রাপত্তা রয়েছে। এই ধরণের জঘন্য অপরাধ পৃথিবীর যে কোনও জায়গায় হতে পারে। তবে এই ঘটনা কড়া হাতে মোকাবিলা করতে হবে।’
এই বয়ানের জেরেই ‘চটিচাটা’ তকমা জোটে সৌরভের। ব্যাপক ট্রোলড হন মহারাজ। পরে চাপের মুখেই বয়ান বদলে তিনি বলেন, ‘আমি আগেও বলেছিলাম এটা ভয়ানক ইস্যু। আমার বক্তব্যের ভুল ব্যাখ্য়া করা হয়েছে। এখন অন্দোলন অনেক এগিয়েছে। সিবিাই তদন্ত করছে। এই 🦄ঘটনা লজ্জাজনক। আশা করব সিবিআই দোষীদের ধরতে পারলে কড়া শাস্তি দেবে। যাতে পরবর্তীতে এরকম কিছু করার আগে মানুষ একশোবার ভাবে।’