হেমা মালিনী এবং ধর্মেন্দ্র বলিউড সিনেমার অন্যতম প্রিয়꧃ জুটি হিসেবে পরিচিত। দুজনেই এখন আর সেভাবে কাজ করেন না সিনেমাতে। তবে তাঁদের নিয়ে জানার আগ্রহ এখন কমে না আট থেকে আশির। কদিন আগেই শোনা গিয়েছিল, পায়ে চোট পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা। যদিও তা নিয়ে অফিসিয়াল কোনও খবর ছ♓িল না। তবে এবার স্বামীর চোট পাওয়ার কথা নিজেই জানালেন হেমা।
ধর্মেন্দ্র কেমন আছে প্রশ্নে, এক সংবাদমাধ্যমকে𒐪 হেমা জানান, ‘তাঁর গোড়ালিতে সামান্য আঘাত ছিল। তবে চিন্তার কিছু নেই। তিনি এখন ভালো আছেন’।
আরও পড়ুন: আম্বানিদের ছোট রাজপুত্র অনন্তের বউ রাধিকা কত কোটির মালিক এꦡখন? বলছেন, ‘খুব কম লোকই…’
ধর্মেন্দ্র আর হেমার সম্পর্ক নিয়ে কম বিতর্ক নেই বলিউডে। বর্ষীয়ান অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন, তাঁর পরিবার কখনও চায়নি তিনি শোলে অভিনেতাকে বিয়ে করুন। কারণ তিনি পূর্ꦑবে প্রকাশ কৌরের সঙ্গে বিবাহিত ছিলেন। এমনকী, প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই🌟 হেমাকে বিয়ে করেন ধর্মেন্দ্র। বর্তমানেও, হেমার সঙ্গে থাকেন না ধর্মেন্দ্র। প্রথম পক্ষের স্ত্রী ও সেই পত্রের পরিবারের সঙ্গেই তাঁর বাস।
কেন একসঙ্গে থাকেন না হেমা আর ধর্মেন্দ্র, তা নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন ড্রিম গার্ল। লেহরানকে তাঁরা জানান, ‘কেউই চায় না যে তাঁর সঙ্গে এটি ঘটুক। তবে মেনে নিতে হবে য🍰ে এটি হয়েছে এবং এগিয়ে যেতে হবে। প্রতিটি মহিলা একটি সাধ⛎ারণ পরিবারের মতোই, স্বামী এবং সন্তান কামনা করে, কিন্তু মাঝে মাঝে, জিনিসগুলি পরিকল্পনা অনুযায়ী হয় না।’
আরও পড়ুন: ডান্স বাংলা ডান্সের সেনসেশন! কীভাবে নাচ শেখা যায় ‘মিশকা’ অহনার কাছে,🦄 খরচই বা কত?
তবে তা নিয়ে মনে কোনও রাগ পুষে রাখেননি হেমা। বরং জানিয়েছিলেন, ‘আমার এটা নিয়ে খুব একটা খারাপ লাগে না আর। আমি ভালো আছি। দুই সন্তানকেও খুব ভালোভাবে বড় করেছি। যারা এখন প্রাপ্তবয়স্💝ক। ধর্মেন্দ্র অবশ্যই সব সময় উপস্থিত ছিলেন।’
আরও পড়ুন: ‘মানুষটা কুকুর হয়ে গেল…’, রিসেপশনে মিডিয়া-ড্রাইভার-বডিগඣার্ড বাদ লেখা নিয়ে বিতর্ক, জবাব শ্রীময়ীর
শত বিরোধিতাকে উপেক্ষা করে, ১৯৮০ সালের ২ মে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন হেমা আর ধর্মেন্দ্র। এই দ💙ম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে, ইশা দেওল এবং অহনা দেওল।৮৭ বছর বয়সের ধর্মেন্দ্র ও তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের ৪টি সন্তান- সানি দেওল, ববি দেওল, বিজয়তা দেওল এবং অজিতা দেওল।