বয়সে বড় হলেও হিনাকেই পছন্দ ছিল ১৯ বছরের রোহনের। হিনাকে পেতে একরকম মরিয়া সে। সদ্য তরুণ রোহনকে সামলাতে হিমশিম দশা হিমার। কিন্তু রোহন তো কোনও কিছুতেই দমবার পাত্র নয়। শেষে হিনার ল্যাপটপ থেকে তার ব্যক্তিগত মুহূর্তের ছবি ভাইরাল করে দেয় সে। মুক্তি পেল বিক্রম ভট্টর ছবি হ্যাকড-এর ট্রেলর। প্রেম ও প্রযুক্তিকে মিলিয়ে গড়ায় এর চিত্রনা꧑ট্য।
কম🦋্পিউটার ইন্টারনেট এখন প্রায় প্রত্যেকের জীবনের অঙ্গ। আর কম্পিউটার নির্ভরতা য൩ত বাড়ে, তত বাড়ে হ্যাকিংয়ের ঝুঁকি। সেকথাই চিত্রনাট্যে তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক। ট্রেলর দেখে অন্তত তেমনই মনে হয়।
সম্প্রতি ইন্টারনেট হ্যাকিংয়ের ওপর ছবি বানানোর ঝোঁক দেখা যাচ্ছে বলিউডে। গত বছর এমনই চিত্রনাট্য নিয়ꩵে তৈরি হয়েছিল পাসওয়ার্ড। আগামী ৭ ফেব্রুয়ারি আবার আসছে একটি ছবি। প্রথম বার বলিউডে দেখা যাবে হিনাকে। অনেক নতুন নি꧟য়ে বক্স অফিসে কতটা দাগ ফেলতে পারে ‘হ্যাকড’। নজর থাকবে।