হিন্দি বিতর্কে দেশজুড়ে চর্চা তুঙ্গে। কন্নড় অভিনেতা কিচ্চা সুদীপ এবং বলিউড তারকা অজয় দেবগণের মন্তব্য-পালটা মন্তব্য নিয়ে চর্চার শেষ নেই। এবার ভাষা-বিতর্ক নিয়ে মুখ খ🤪ু🎃ললেন গায়ক সোনু নিগম।
সম্প্রতি এক ইভেন্টে সোনুর মন্তব্য, ‘যতদূর আমি জানি হিন্দি রাষ্ট্রীয় ভাষা হিসেবে সংবিধানে উল্লেখ নেই। দেশের সবচেয়ে চর্চিত এবং কথ্য ভাষা হিন্দি… এতটুকু বুঝি। আমরা কি জানি যে তামিল বিশ্বের প্রা🥃চীনতম ভাষা? ꦺসংস্কৃত এবং তামিলের মধ্যে বিতর্ক রয়েছে। অনেকেই দাবি করে তামিল গোটা বিশ্বের প্রাচীনতম ভাষা….।'
পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত, সোনু নিগমও কথ্য ভাষার ক্ষেত্রে ভারত ও ভারতীয়দের বিভক্ত করার প্রচেষ্টার সমালোচনা করেছেন। তাঁর প্রশ্ন, 'এই দেশে কি আমাদের আর কোন সমস্যা নেই যে আমরা আরও খুঁজছি? আমাদের প্রতিবেশীদের দিকে তাকান... এবং নিজেদের মধ্যে ভারতে বিভেদ সৃষ্টি করছি এই বলে যে ‘আপনি তামিলিয়ান... আপনি হিন্দি বলেন। কেন? কেন তারা হিন্দিতে কথা বলে?’ আরও পড়ুন: 'সংবিধান অনুযায়ী হিন্দি আ𝔉মাদের রাষ্ট্রীয় ভাষা, অজয় ভুল নন’, মন্তব্য কঙ্গনার