সালটা ছিল ১৯৯৩, মুক্তি পেয়েছিল জ্যাকি শ্রফ অভিনীত 'কিং আঙ্কল' ছবিটি। ছবিতে জ্যাকি শ্রফের ভাই ‘অনি🌠ল বনসল’-এর চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। যদিও অনেকেই হয়ত জানেন না, সেই চরিত্রে আদপে শাহরুখের নয়, অভিনয় করার কথা ছিল সলমন খানের। তবে তারপরেও ওই চরিত্রে অভিনয়ের জন্য প্রযোজক রাকেশ রোশনকে রাজি করান শাহরুখ। কিন্তু কীভাবে?
সম্প্রতি 'কিং আঙ্কল' ছবিতে নಞিজে অভিনয়ের জন্য শাহরুখ কীভাবে রাকেশ রোশনকে রাজি করিয়েছিলেন, সেবিষয়েই মুখ খ🌜ুলেছেন কিং খানের ঘনিষ্ঠ বন্ধু, প্রযোজক বিবেক ভাসওয়ানি। তিনি জানান, শাহরুখ সেসময় সিনেমার ব্যবসায় এক্কেবারেই নবাগত ছিলেন, তবে তারপরেও তাঁর ব্যবসায়িক বুদ্ধিতে অবাক হয়ে গিয়েছিলেন খোদ রাকেশ রোশন।
সম্প্রতি 'ফিল্ম কম্প্যানিয়ন'কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তিনিই শাহরুখের সঙ্গে রাকেশ রোশনের স🎃াক্ষাৎ-এর ব্যবস্থা করে দেন। কারণ, বিবেক খুব ভালো করেই জানতেন, 'রাজা আঙ্কেল' ছবিতে জ্যাকি শ্রফের ভাইয়ের চরিত্রে তখনও কাউকে কাস্ট করা হয়নি। আর তাই তিনি রাকেশ রোশনের কাছে শাহরুখের নাম প্রস্তাব করেন। আর এরপর শাহরুখের সঙ্গে দেখা হলে রাকেশ রোশন তাঁকে প্রশ্ন করেন, 'এই ছবিতে তোমাকে কেন নেব?' উত্তরে কিং খান যা বলেছিলেন, তা শুনে চমকে গিয়েছিলেন রাকেশ রোশন।
প্রযোজক বিবেক ভাসওয়ানি বলেন, তিনি আগে থেকে ফিল্ম ব্যবসা সম্পর্কে শিখিয়ে পড়িয়ে নিয়েছিলেন। এদিকে তিনি গিয়ে🤪 জানতে পারেন, শাহরুখ যে চরিত্রটি চাইছেন, সেটা ইতিমধ্যেই সলমন খানকে দেওয়া হয়েছে, সেসময় সলমন ইতিমধ্যেই তারকা হয়ে গিয়েছেন। এদিকে 'রাজা আঙ্কেল' ছবিটি বিক্রিও করে ফেলেছিলেন রাকেশ। তাই ছবিতে সলমনকে নিয়ে রাকেশ স্বভাবতই সেখান থেকে বেশি আয় করতেন। তবে শাহরুখ রাকেশকে বোঝান, তিনি সলমনের থেকে কম টাকায় কাজ করবেন, তাই এক্ষেত্রে রাকেশের কোনও লোকসান হবে না। শাহরুখের মুখে বিশেষজ্ঞের মতো কথা শুনে অবাক হয়েছিলেন খোদ রাকেশ রোশন।
শাহরুখ যদিও ꦉসেসময় টেলিভিশনের দুনিয়া থেকে আসা একজন নবাগত ছিলেন, তার পরেও বাদশার ফিল্ম ব্যবসা সম্পর্কে জ্ঞান রাকেশকে অবাক করে দেয়। বিকেক ভাসওয়ানি বলেন, শাহরুখের বুদ্ধিতৃপ্ত কথাবার্তায় মুগ্ধ হয়ে রাকেশ রোশন সেসময় শাহরুখকে তিনটি ছবিতে সই করান। 'কিং আঙ্কেল'-এর পরে, করণ অর্জুন এবং কয়লা ছবিতেও অভিনয় করেন শাহরুখ।