হৃত্বিক রোশন ভালো ডান্সার বা অভিনেতা সে কথা তো সকলেরই জানা। তবে এই বলিউড তারকা একজন বড় মনের মানুষও। ট্যালেন্টের কদর তিনি করতে জানেন। আর সেইকারণেই এক ২০ বছরের তরুণের স্বপ্নপূরণের কাণ্ডারি হয়ে উঠলেন হৃত্বিক। এক উঠতি ব্যালে ডান্সারের ট্রেনিংয়ের জন্য ৩ লক্ষ টাকা অর্থ সাহায্য করলেন হৃত্বিক,যাতে সে লন্ডনে গিয়ে এক ব্যালে স্কুলে প্রশিক্ষণ নিতে পারে। দিল্লির বিকাশ পুরীর বাসিন্দা কামাল সিংয়ের জন্য নিজের সংস্থা এইচআরএক্স ফিল্মসের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ দিয়েছেন তারকা। যাতে দ্য ইংলিশ ন্যাশান্যাল ব্যালে স্কুল অফ লন্ডনে ভর্তি হতে পারে সে। অর্থ সাহয্যকারী প্ল্যাটফর্ম কেট্টো (Ketto) তে কামাল নিজের সমস্যার কথা জানায়। লেখে- ‘চার বছর আগে আমি কোনওদিন ব্যালের নামও শুনিনি। আমার বাবা একজন ই-রিক্সাচালক, আমি স্থানীয় একটি সরকারি স্কুলে লেখাপড়া করি সব সময়েই মনপ্রাণ চাইত নাচতে।ভাগ্যের ফেরে আমি যোগ দিই ম্যাসেরাট্রো ফেরনান্দো আগুইয়েরার নাচের ক্লাসে। যিনি নয়া দিল্লিতে একটি নাচের স্কুল চালান। সেখানেই জানতে পারি ব্যালে কাকে বলে?’কামাল নিজের পোস্টে উল্লেখ করেছেন তিন বছর ধরে পাশ্চাত্যের এই ক্ল্যাসিক্ল্যাল নৃত্যশৈলীর প্রেমে পড়ে গিয়েছেন তিনি। নিজের কঠোর তপস্যার ফলস্বরূপ প্রথম ভারতীয় ডান্সার হিসাবে সূদূর লন্ডনের দ্য ইংলিশ ন্যাশান্যাল ব্যালে স্কুল থেকে এক বছরের পেশাদার ট্রেনিং প্রোগ্রামে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। যা শেষ করলে তিনি ওই গ্রুপে ব্যালে ডান্সার হিসাবে নাচার সুযোগ পাবেন, মিলবে মাসিক বেতনও। তবে ইংল্যান্ডে যাওয়া এবং সেখানে একবছর থাকা-খাওয়ার ব্যবস্থার করবার প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য এক রিক্সাচালকের ছেলে হিসাবে তাঁর নেই! এই কথা হৃত্বিকের কানে যাওয়া মাত্র তিনি এগিয়ে আসেন এবং কামালের পাশে দাঁড়ান। ইতিমধ্যেই কামালের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে প্রয়োজনীয় ৩ লক্ষ টাকা। এই খবর ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন কামালের গুরু ম্যাসেরাট্রো ফেরনান্দো আগুইয়েরা। পছন্দের ডান্স তারকার কাছে এই সাহায্য পেয়ে ধন্যবাদ জানানোর ভাষা হারিয়েছেন দিল্লির রিক্সাচালকের ২০ বছরের পুত্র কামাল সিং।