সোমবার কে কে-এর কনসার্ট প্রসঙ্গে নেটমাধ্যমে একটি ভিডিয়ো বার্তা শেয়ার করেছিলেন গায়ক রূপঙ্কর বাগচী। ভিডিয়োতে কেকে-র সমালোচনা করতে দেখা গিয়েছে তাঁকে। সেখ꧋ানে বাংলার একাধিক শিল্পীর নাম উল্লেখ করেছিলেন তিনি। ঠিক তাঁর একদিন পরেই কলকাতায় অনুষ্ঠান করতে এসে আকস্মিক প্রয়াণ হয় কেকের।
বলিউডের জনপ্রিয় গায়কের মৃ্ত্যুর পর একাংশ নেটিজেনের রোষের মুখে রূপঙ্কর। যে বাঙালি শিল্পীর নাম ভিডিয়োতে রূপঙ্কর নিয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ইমন চক্রবর্তী। এই বিষয় এ বার মুখ খুলেছেন জাতীয় পুরস্কারজয়ী গায়িকা। বুধবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইমন জানিয়েছেন, লাইভে রূপঙ্কর যে তাঁর নাম নিয়েছেন, সেইটা তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এই বিষয় তাঁর কিছু বলার নেই। তবে রূপঙ্কর বাগচীর এই ধরণের মন্তব্যে যথেষ্ট বিব্রত তিনি। আরও পড়ুন: ‘রূপঙ্করের প্রকাশটা দেখলেন, শুনলেন, অ♒ভিমানটা বুঝলেন না?’, বিতর্ক নিয়ে সিধু
একমঞ্চে কেকে-এর পর পারফর্ম করেছেন ইমন। তিনি বলিউড গায়কের ভক্তও। তবে রূপঙ্করের মন্তব্য প্রসঙ্গে গায়িকার দাবি, ‘তাঁকে এ ভাবে অকারণে ছোট করা বোধহয় ঠিক হয়নি।’ তাঁর মতে শিল্পীদের মধ্যে পারস্পরিক সৌজন্য, সৌহার্দ্য, শ্রদ্ধা থাকাটা জরুরি। পাশাপাশি গায়িকা আরও জানিয়েছেন, ‘কেকে যদি এ ভাবে না-ও চলে যেতেন, তা হলেও আমি রূপঙ্করদার বক্তব্য🐈ে এতটাই বিব্রত হতাম।’
ইমনের সাফ মন্তব্য, এক জন শিল্পীর উপার্জন, জনপ্রিয়তা নিয়ে বোধহয় এ ভাবেও কটাক্ষ করা ঠিক নয়। ইমন নিজে রূপঙ্করের বড় ভক্ত হয়েও বলেছেন, সেই জায়গা থেকে তাঁর উপলব্ধি; আদতে রূপঙ্কর বাগচী তাঁর অনুরাগীদের ভালোবাসাকে অসম্মান করেছেন। ইমনের কথায়, তিনি আজ যতটুকু সবটাই বাংলার মানুষের ভালোবাসার জন্য। একই মঞ্চে আগে-পরে পারফর্ম করেছেন তিনি এ꧒বং কেকে। তাই বাংলার মানুষ তাঁকে ভালোবাসেন না, এ কথা মানতে নারাজ গায়িকা।