অন্যান্য একাধিক বাঙালির মতোই এদিন ইমন চক্রবর্তী♔র বাড়িতেও হয়েছে সরস্বতী পুজো। ফুল, ধুপ, ধুনো, ফল, প্রসাদ সহ নানা জিনিস দিয়ে আচার মেনেই পুজো করেছেন তিনি। তাঁর বাড়ির পুজোতে এসেছিলেন তাঁর ছাত্র ছাত্রীরাও। সকলꦉে মিলে হইহই করে আনন্দ করতে করতেই পুজো দেন। কিন্তু একি! এ যে মন্ত্র বিভ্রাট! কী হল হঠাৎ?
ইমনের বাড়ির সরস্বতী পুজোতে ঘটল একি কাণ্ড!
এদিন ইমন চক্রবর্তী যে ভিডিয়োটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে পুরোহিত মাঝে পঞ্জাবি পরে বসে। তাঁর চারপাশে বসে আছেন ইমন চক্রবর্তীর ছাত্র ছাত্রীরা। শিক্ষিকা তথা গায়িকার সঙ্গে দাঁড়িয়ে আছেন কেউ কেউ। সরস্বতী পুজোর মহামন্ত্র 'জয় জয় দেবী চর𝄹াচর সারে...' পাঠ করতে শুরু করেন পুরোহিত। সেটা শুনে শুনে সকলেই বলতে থাকেন। কিন্তু একি! তাঁর বলার আগেই অন্যান্য সবাই সেই মন্ত্র বলে যাচ্ছেন। আর সেটা শুনেই বেজায় চটে যান পুরোহিত। তিনি রাগ🔯 করে চিৎকার করে সরস্বতী পুজোর মন্ত্রের বদলে কালী পুজোর মন্ত্র পাঠ করতে শুরু করে দেন। সেটা শুনে ঘাবড়ে যান সকলে। তাঁকে থামাতে চান। কিন্তু পুরোহিত মশাই শুনলে তো!
আরও পড়ুন: মিষ্টি খেতেဣ খেতে অঞ্জলি 'রাজ'পুত্র ইউভানের, ছেলের হাত ধরে এলেন শুভশ্রী
আসলে সরস্বতী পুজো বলুন বা দুর্গা কিংবা কালী পুজো, যা আমরা প্রতি বছর দিয়ে থাকি, অঞ্জলি দেওয়ার সুবাদে সেগুলোর মন্ত্র আমাদের সবারই মুখস্থ হয়ে যায়। সেটাই মাথায় রেখে এই মজার ভিডিয়ো বানিয়েছেন গায়িকা। তিনি এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'যখন পুরোহিতকে সময় না দিয়েই সবাই আগে ভাগে মন্ত্র উচ্চারণ করে অঞ্জলি দিতে থাকে। তখন এমনই হযবরল পরিস্থিতি হয়।' একই সঙ্গে লেখেন, 'ভিডিয়োটি সম্পূর্ণ মজার ছলে বানানো। কাউকে আঘাত করার কোনওরকম অভিপ্রায় আ♏মাদের ছিল না। সবাই আনন্দ করুন। শুভ সরস্বতী পুজো।'
আরও পড়ুন: বরকে আদর করে 'দুদু' বলে ডাকেন অঙ্কিতা! প্রেম💖 দিবসে কী বললেন ভিকি?
কে কী বলছেন?
অনেকেই ভারী মজা পেয়েছেন এই ভিডিয়ো দেখে। এক ব্যক্তি লেখেন, 'এটা আলাদাই হয়েছে। ভারী মজা পেলাম।' আরেকজন লেখেন, ' হাসতে হাসতে মাটি🧔তে পড়ে গেলাম ভাই রে। এটা কী!'💛 কেউ আবার লেখেন, 'হ্যাঁ, ঠিক এটাই হয়ে থাকে।'
এই প্রথমবার নয়,ইমন চক্রবর্তী মাঝে মধ্যেই এমন মজার অথচ বাস্তবের সঙ্গে দারুণ 🥂মিল আছে এমন ভিডিয়ো বানান। সকলেই তাঁর সেসব ভিডিয়োর সঙ্গে মিল পান।