জীবনের নতুন বছꦆরে পা রাখলেন ইমন চক্রবর্তী। ঘড়ির কা𝓀ঁটা রাত ১২টা ছুঁতেই শুরু উদযাপন। কাছের মানুষদের উপস্থিতিতে কেক কেটে শুরু হল জন্মদিন।
সারা বছর কাজে ডুবে থাকেন ইমন। জন্মদিনে কী করছেন? হেসে ইমন বললেন, 'প্রত্যেক বছরের মতো এ বারও আমার পাড়ার ভাইরা আমার জন্য কেক এনেছিল। ওদের আনা কেক কেটেই জন্মদিন☂ শুরু করলাম। আমি সকাল ৭.🔯১৫ নাগাদ জন্মেছিলাম। আমার মাসিরা তাই সকালে দেখা করতে এসেছিল। আর জমিয়ে খাওয়াদাওয়া করলাম। বাবা প্রচুর রান্না করেছিল আমার জন্য।'
শরীর-স্বাস্থ্য নিয়ে ইমন আগাগোড়াই সচেতন। তাঁর ফেসবুক, ইনস্টাগ্রামে উঁকি দিলেই তা স্পষ্ট হয়ে যায়। কিন্তু ꦏজন্ম😼দিনে পেটপুজো না হলে চলে? তাই মেঘলা দুপুরে ইমনের পাতে পড়ল তাঁর প্রিয় সব খাবার। সেই তালিকায় ছিল ইলিশ ভাপা, শুটকি, গরম ভাত, চাটনি, আর পায়েস।
আর উপহার? স্বামীর থেকো কী পেলেন? ইমনের উত্তর, 'সন্ধ্যাবেলায় আমার জন্য পার্টি দিচ্ছে নীলাঞ্জন (ঘোষ)। ও একা হাতে সব আয়োজন করেছে। আর একটা মাসাজ চেয়ারও দিয়েছে। কিন্তু আমার সব চেয়ে বড় উপহার হল ওর ভালোবাসা।'(আরও পড়ুন: ‘আমি ইনসিকিওর হলে রূপঙ্করদা…’, বিতর্কে মুখ খুললেন ইমন চক্রবর্তী)
জন্মদিন উপলক্ষে মঙ্গলবার একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন ইমন। এ প্রসঙ্গে তিনি বলেন, 'নানা জেলা থেকে মানুষ এসেছেন রক্ত দিতে। এটা আমার কাছে বিশাল প্রাপ্তি। নিজেকে এর চেয়ে ভালো উপহার বোধ হয় আর দিতে পারতাম না!'(আরও পড়ুন: 'দুটো ডায়লগ বলে ৫০ হাজার টাকা…', মানালিকে নিয়ে এ কী মন্তব্য ইমনের!)
জীবনের ৩৩তম বছরে পা রাখলেন। আগামী দিনগুলির জন্য কোনও বিশেষ পরিকল্পনা? 'আমি ꦐআরও ভালো কাজ করতে চাই। আমার শ্রোতাদের থেকে যে ভালোবাসা পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ। ইন্ডাস্ট্রির প্রত্যেকের থেকে যে এত স্নেহ পাব, তা কখনও ভাবিনি। আমি সবাইকে আরও ভালো ভালো গান উপহার দিতে চাই। শিল্পী হিসেবে নিজেকে উন্নততর স্থানে নিয়ে চাই', আবেগ ঝরে পড়ল ইমনের গলায়।