‘আমি প্রথম হেলিকপ্টার চড়তে যাচ্ছি। কিন্তু আমি ভীষণ ভীত, সন্ত্রস্ত ও চিন্তিত।’ জীবনে প্রথমবার হেলিকপ্টার চড়ার আগে♓ এমন অবস্থাই নাকি ছিল গায়িকা ইমনের। তবে পাশাপাশি তিনি এও জানিয়েছেন, হেলিকপ্টার তিনি চড়বেনই। ব্লগটাও বানাবেন। তাই অনুরাগীদের সঙ্গে থাকার অনুরোধ জানান নিজের সাম্প্রতিক ভিডিয়োতে। বর্তমানে কানাডা ভ্রমণে গিয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী। সেখানে গিয়ে বরের সঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি ও ব্লগও পোস্ট করছেন সোশ্যালে। হেলিকপ্টার চড়ার আগেও তার অন্যথা হয়নি। তবে এত ‘ভীত, চিন্তিত ও সন্ত্রস্ত’ থাকার কারণে তাঁকে নেটিজেনদের কটাক্ষের শিকারও হতে হল।
আরও পড়ুন - Iman Chakraborty: কাশ্✱মীরে গিয়ে ঘোড়া চড়ে সমালোচনায় ইমন-নীলাঞ্জনা, কী জবাব দিলেন গায়🐻িকা?
বৃহস্পতিবার ইমন একটি ব্♉লগ শেয়ার করেন তাঁর ফেসবুকে। সেই ব্লগটি শুরুই হয় এই প্রতিবেদনের প্রথম দুই🐼 লাইন দিয়ে। হেলিকপ্টারে ওঠার পর ক্যামেরায় অবশ্য ততটা ভীত দেখায়নি গায়িকাকে। হেলিকপ্টারের মধ্যেও ভিডিয়ো করেন ইমন। ভিক্ট্রি সাইন দেখান ক্যামেরায়। অনুরাগীদের সঙ্গে থাকার অনুরোধ করলেও অনেকে সমালোচনা করেন গায়িকার। কমেন্টে সেকশনে এসে নানাবিধ মন্তব্য করে যান।
নেটিজেনদের আক্রমণ গায়িকাকে
কমেন্ট বক্স খুললেই প্রথম যে কমেন্টগুলি পড়া যাচ্ছে, তাতে একজন বলছেন ‘অ্যাক্টিং (সো কলড ন্যাকামো) বেশ’। আবার আরেকজন মনে করিয়ে দেন অভয়া এখনও বিচার পায়নি। এর মধ্যে এই ধরনের ভিডিয়ো অসংবেদনশীল বলেই মনে করছেন ওই নেটিজেন। অন্য আরেকজন নেটিজেনের টিপ্পনী, ‘দিদি কি হেলিকাপ্টার এ করে অনশন মঞ্চে আসছেন ?’ প্রসঙ্গত, ১০ অক্টো🌼বর ধর্মতলা চত্ত্বরে মহাসমাবেশের আয়োজন করা হয়েছিল। গায়িকা ইমন সেখানে উড়ে আসছেন কি না সেই প্রশ্ন করা হয় কমেন্টে। এক নেটিজেন আবার হেলিকপ্টার চড়া নিয়ে এত ভয় পেতে দেখে ইমনকে সরাসরি🍸 ‘চটিচাটা’ বলে দেগে দেন। এই ভয় পাওয়ার জন্য আরেক নেটিজেন লেখেন, ‘সবেতেই এত তামাশা করেন কেন আপনি?’। মোক্ষম বাণ ছোঁড়েন অন্য আরেক নেটিজেন। তিনি সরাসরি লিখেই দেন, ‘কানাডায় একটু কম কথা বলুন’!
আরজি কর কাণ্ডে ইমনের প্রতিবাদ
প্রসঙ্গত, আরজি কর কাণ্ড নিয়ে স্বাধীনতা দিবসের সময় সরব হয়েছিল ট🦂লিপাড়া। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পক্ষ থেকে একটি পোস্ট শেয়ার প্রতিবাদ জানানো হয়েছিল ওই ঘটনাওর। সেই সময় ইমনকে সেই পোস্ট শেয়ার করতে দেখা যায়। টলিপাড়ার মিছিলে একদিন যোগ দিয়েছিলেন গায়িকা। এর বাইরে মূলত সমাজমাধ্যমেই প্রতিবাদ জানাতে দেখা গিয়েছে তাঁকে।