রহস্যজনকভাবে মৃত্যু হল বাংলাদেশের খ্যাতনামা রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মহম্মদের। বুধবার, নিজের বাড়িতেই ঝুলন্ত অবস্থায় সাদি মহম্মদের দেহ উদ্ধার হয়। এরপর তাঁর দেহ ঢাকাꦿ মে✅ডিক্যাল কলেজে পাঠানো হলে শিল্পীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বৃহস্পতিবার শিল্পী সাদি মহম্মদকে ঢাকার জামে মসজিদে কবরস্থ করা হয়।
ঘটনা খতিয়ে দেখছে ঢাকা পুলিশ। যেহেতু শিল্পীর ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল এবং তাঁর গলার দাগ ছিল, তাই পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যাই করেছেন সাদি মহম্মদ। এদিকে শিল্পীর পরিবারের সিদ্ধান্তের কারণেই তাঁর দেহ ময়নাতদন্ত করেননি চিকিৎসকরা। তবে শিল্পীর পর𓄧িবারের দাবি, বহুদিন ধরেই মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন শিল্পী।
এদ♊িকে সাদি মহম্মদের দীর্ঘদিনের সহকারী সোহেল মাহমুদ সংবাদমাধ্যমকে জানান, শিল্পী বুধবার রোজা শেষে সকলের সঙ্গেই ইফতার পালন করেছিলেন। ঘরে গিয়ে তানপুরা নিয়ে রেওয়াজে বসেছিলেন তিনি। তখনই ঘরের দরজা বন্ধ করে দেন তিনি। পরে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এদিকে প্রয়াত শিল্পীর পারিবারিক বন্ধু, নৃত্যশিল্প🅺ী শামীম আরা নিপা বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 𝔍‘শিল্পীরা তো একটু অভিমানী হয়। হয়ত অনেক কিছু নিয়েই তাঁর মধ্যে অভিমান ছিল। আমরা হয়ত বুঝতে পারিনি।’