নিন্দুকরা দাবি করেন টলিউডের নাকি হাঁড়ির হাল অবস্থা। কোনও ছবিই নাকি চলে♉ না। পরিচালকদের, চিত্র নির্মাতাদের দর্শকদের রীতিমত অনুরোধ করতে হয় বাংলা ছবির 'পাশে দাঁড়ানো'র জন্য। আজকাল নাকি বাঙাল𝕴ি পরিচালকরা তেমন ভালো ছবিই বানাতে পারেন না। কিন্তু সেসব তো নিছকই দাবি। তথ্য প্রমাণ একেবারেই অন্য কথা বলছে যে! গোটা দেশ জুড়ে পশ্চিমবঙ্গই এগিয়ে আছে সেরা পরিচালনা বিভাগে জাতীয় পুরস্কার পাওয়ার দৌড়ে।
বাঙালিরা সব থেকে বেশি জাতীয় পুরস্কার পেয়েছেন সেরা পরিচালনার জন্য
এদিন একটি সℱংস্থা, ইন্ডিয়া ডট ইন ডট পিক্সেলের তরফে একটি ভারতের ম্যাপের ছবি প্রকাশ্যে আনা হয়। সেখানে তাঁরা আইআইপি ম্যাপস ডট কমের সাহায্য একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। কিসের? ভারতের কোন রাজ্য থেকে সব থেকে বেশি বার জাতীয় পুরস্কার পাওয়া হয়েছে সেরা পরিচালনার জন্য। আর এই বিষয়ে এগিয়ে আছে পশ্চিমবঙ্গই। অর্থাৎ টলিউড।
আরও পড়ুন: 'ওর মতো 💦কেউ আমায়...' প্র𝄹েমের বিষয়ে মুখে টুঁ শব্দ নেই, তবুও বিজয়ের স্তুতি করে কী বললেন রশ্মিকা?
আরও পড়ুন: ক্রাইম থেকে প্রেম-ভূত, ফেব্রুয়ারিতে বড়পর্দা এবং ওটিটিতে আসছে বিভিন্ন র💎কমের ছবি
১৯৬৭ থেকে ২০২১ সালের তথ্য নিয়ে তাঁরা এই ম্যাপ বানিয়েছেন। সেখানে দেখা গিয়েছে ২১টি জাতীয় পুরস্কার পেয়েছেন বাঙালিরা সেরা পরিচালনার জন্য। ঠিক তারপরই আছে মালায়লি ভাষার ছবি। সেখানে ১৪ টি এই পুরস্কার গিয়েছে। এরপর যথাক্রমে আছে মারাঠি, তামিল এবং গুজরাটি ভাষার ছবি, এঁরা ৪.৫, ৪ এবং ৩ টি করে জাতীয় পুরস্কার পেয়েছে সেরা পরিচালনার জন্য। তারপর আছে ক💯াশ্মীর, কন্নড়, এই দুটো ফিল্ম ইন্ডাস্ট্রি দꩲুটি জাতীয় পুরস্কার পেয়েছে সেরা পরিচালনা বিভাগে। তারপর একটি করে এক পুরস্কার পেয়ে রয়েছে পঞ্জাবি, মধ্যে প্রদেশী এবং অহমিয়া ফিল্ম ইন্ডাস্ট্রি।
কী বলছেন সৃজিত মুখোপাধ্যায়?
এদিন যখন এই ম্যাপটি প্রকাশ্যে আনা হয়, সেখানেই একসঙ্গে লিখে দেওয়া হয় এই ২১ টি জাতীয় পুরস্কার কে কে পেয়েছেন বাংলার তরফে। সত্যজিৎ রায়, মৃণাল সেন, 🐲অপর্ণাꦬ সেন, তপন সিনহা প্রমুখের সঙ্গে সৃজিত মুখোপাধ্যায়ের নামও আছে।
আরও পড়ুন: রামায়ণ শুরুꦕর আগেই ফের বলিউডের প্রজেক্টে যশ? এবার জুটি বাঁধছেন শাহরুখের সঙ্গে?
সত্যজিৎ রায় ৬টি জাতীয় পুরস্কার পেয়েছিলেন পরিচালনার জন্য। তারপর মৃণাল সেন ৪টি, অপর্ণা সেন ২টি, গৌতম ঘোষ ২টি পুরস্কার পেয়েছেন। বুদ্ধদেব দাশগুপ্ত এবং ঋতুপর্ণ ঘোষও দুটো করেই পুরস্কার পেয়েছেন। সৃজিত মুখোপাধ্যায়, তপন সিনহ𓆉া এবং উৎপলেন্দু চক্রবর্তী একটি করে জাতীয় পুরস্কার পেয়েছে পরিচালনার জন্য। সৃꦬজিতের এই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। বহু মানুষ এই পোস্টটি শেয়ারও করেছেন।