সোনি টিভিতে বিগত বেশ কয়েক মাস ধরেই চলছে ইন্ডিয়ান আই🔯ডল। এবার এখানে যেমন একাধিক বাঙালি প্রতিযোগী আছে, তেমনই তিনজন বিচারকের মধ্যে দুজনই বাঙালি। আর তাঁদের চক্করে পড়ে কী অবস্থা হয় বিশাল দাদলানির সেটাই তিনি এদিন ভাগ করে নিলেন।
ইন্ডিয়ান আইডলের মঞ্চে শ্রেয়া-শানুর মজা বিশালের সঙ্গে
ইন্ডিয়ান আইডল ১৪ -তে এবার বিচারক হিসেবে আছেন শ্রেয়া ঘোষাল, কুমার শানু এবং বিশাল দাদলানি। কুমার শানু এবং শ্রেয়া ঘোষাল বলিউডে চুটিয়ে কাজ করলেও🗹 তাঁরা আদতে বাঙালি। ফলে তাঁরা অনেক সময়ই নিজেদের মধ্যে বাংলায় কথা বলে থাকেন। এবার সেখানে তাঁদের মধ্যে পড়ে বেজায় বিপদে পড়েছেন বিশাল। ওঁরা দুজন কী কথা বলছেন কিছুই বুঝছেন না তিনি! আর সেই কথাই ভিডিয়ো করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন।
আরও পড়ুন: 'সবাই আমায় ছি❀ঁড়ে ফেলত...' কাবুলিওয়ালা করার আগে কেন ভয় পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী?
আরও পড়ুন: 'দেবদার ছবি একসময় ডা🦂য়েরিতে সাঁটতাম....', প্রধান মুক্তির আগেই আবেগঘন সৌমিতৃষা
এদিন ইন্ডিয়ান আইডলের মঞ্চে শুটের ফাঁকে একটি ছোট্ট ক্লিপ বানান বিশাল। সেখানে তাঁকে প্রায় ক্ষেপে গ💫িয়ে বলতে শোনা যায়, 'আধ ঘণ্টা ধরে বাংলায় কথা বলে যাচ্ছে। আমি কিছু বুঝতে পারছি না।' উত্তরে শ্রেয়া তাঁকে মিছিমিছি ধমক দিয়ে বলে ওঠেন, 'অ্যাই...!'
যদিও কুমার শানুকে বেশ খোশমেজাজেই দেখা যায়। তিনি মাতৃ ভাষায় বলে ওঠেন, 'দুর্দান্ত আছি, ফার্স্ট ক্লাস একেবারে।' তাঁর সুরেই সুর মেলান ൲শ্রেয়াও। শানুর অনুকরণ করে সুর করে গেয়ে ওঠেন, 'ফাটাফাটি।' এটা দেখে, তাঁর লেগ পুল করা হচ্ছে জেনেও উচ্চস্বরে হ🌟েসে ওঠেন বিশাল।
কে কী বলছেন?
অনেকেই বেশ মজা পেয়েছে তাঁদের এই খুনসুটি দেখে। বিশাল নিজেও মশকরা করে এই ভিডিয়োর ক্যাপশন♏ে লেখেন, 'কী হলওওও... ইন্ডিয়ান আইডল ১৪ এর হইচই শ্রেয়া আর শানুদার সঙ্গে।' সেলিম মার্চেন্ট আবার বাংলায় বিশালের পোস্টে লেখেন, 'দুর্ধান্ত!' (অর্থাৎ দুর্দান্ত)। এক ব্যক্তি লেখেন, 'আরে বাংলা ভাষা শেখা খুব সহজ। শিখে নিন।' আরেকজন লেখেন, 'উফ, কতবার যে দেখলাম। হেব্বি মজা পেয়েছি।'