ইন্ডিয়ান আইডল ১৫ তে শুরু থেকেই নজর কেড়েছেন বাংলার মেয়ে রঞ্জিনী সেনগুপ্ত। তাঁর হাটকে স্টাইলে গায়কীর ধরনে রীতি🍸মত মুগ্ধ বিচারকরা। অডিশন পর্বের পর প্রথম মূল পর্বেও রঞ্জিনী তাক লাগালেন। সেখানেই তিনি বললেন তাঁর লড়াই, তাঁর দিদার কথা।
কী ঘটেছে?
এদিন ঊষা মঙ্গেশকর উপস্থিত ছিলেন ইন্ডিয়ান আইডলের মঞ্চে। সেখানে রঞ্জিনী সেনগুপ্ত ও মেরি ম্যায়না এবং আজকাল তেরি মেরি পেয়ার চর্চে গান দুটো গেয়ে শোনান। তাঁর গান শুনে মুগ্ধ ঊষা মঙ্গেশকর বলেন, 'ভীষণ সুন্দর। আমার এই আই আই আইয়ো জায়গাটা গাইতে খুব অসুবিধা হচ্ছিল। সঙ্গে একটার পর একটা বোল ছিল, উঁচুতে সুর ছিল। খুব অসুবিধা হচ্ছিল, তখন মান্না দাই আমায় সাহায্য করেন।' এরপর তিনি রঞ্জিনীকে জিজ্ঞেস করেন, 'তোমার এত পড়াশোনা শখ এল কোথা থেকে?' উত্তরে রঞ্জিনী বলেন, 'আমার দিদা সবসময় বলেন পকেটে পয়সা থাক বা না থাক, পেটে যেনও বিদ্যা থাকে। ওটাই তোমায় খাবার জোগাড় করে এনে দেবে। আমি যখন বড় হচ্ছি তখনও আমাদের অবস্থা ভালো ছিল না। তারপর আমার ১৪ বছর বয়সে তো বাবাই চলে গেল। তখন আমার দিদা আমাদের ছাদ হয়ে দাঁড়াল। ওঁর এখন ৮৭ বছর বয়স। আমি তাই এবার ইন্ডিয়ান আইডলের মাধ্যমে ওঁর পাশে দাঁড়াতে চাই, ওঁকে বলতে চাই তুমি এবার রিটায়ার করো।'
রঞ্জিনীর এই কথায় আবেগঘন হয়ে পড়েন শ্রেয়া ঘোষাল এবং বিশাল দাদলানি। তাঁর কথার প্রশংসার পাশাপাশি এদিন তাঁরা তাঁর গানের প্রশংসাও করেন। জানান রঞ্জিনী একেবারে সুপা🦹রস্টারের মতো পারফর্ম করেছেন।
আরও পড়ুন: ৩ থেকে ৪ হয়েছেন রোহিত-রিতিকা, ছেলের জন্মের কথা 𝓰ঘোষণা করতেই ক্যাপ্টেনকে শুভেচ্ছা অনুষ্কা-আথিয়াদের
আরও পড়ুন: সোমবার আসতেই বক্স অফিসে হাঁড়ির 🐟হাল ভুল ভুলাইয়া ৩ - সিংঘম এগেনের! ১৮ তℱম দিনে কত আয় করল ২ ছবি?
ইন্ডিয়ান আইডল ১৫ প্রসঙ্গে
প্রসঙ্গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিযꦕ়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি।