𝔉 ইন্ডিয়ান আইডলের মঞ্চে সম্প্রতি মদন মোহনের বিশেষ পর্ব অনুষ্ঠিত হল। সেখানেই এদিন শ্রেয়া ঘোষাল ও কৌন থি ছবিটি থেকে লতা মঙ্গেশকরের গাওয়া লগ যা গলে গানটি গেয়ে শোনান। আর তাতেই মুগ্ধ নেটপাড়া।
আরও পড়ুন: ꦗদেয়াশিনী এবং অতনুর দখলে এবারের সারেগামাপার বিজয়ীর খেতাব! আরাত্রিকা, সাঁই, অনীকরা কে কী হলেন?
কী ঘটেছে?
✅এদিন শ্রেয়া ঘোষাল ইন্ডিয়ান আইডলের মঞ্চে যে লগ যা গলে গানটি গেয়েছেন সেটার ভিডিয়ো এদিন আগুনের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। কখনও লো স্কেল তো কখনও হাই স্কেলে যেভাবে শ্রেয়া গানটি গেয়ে শোনালেন তাতে অভিভূত নেটপাড়া। না খালি নেটিজেনরা নন। ভিডিয়োতে দেখা যাচ্ছে শ্রেয়ার গান শুনে খুশি হয়েছেন শাবানা আজমি। ডাব্বা কার্টেল সিরিজের দুই অভিনেত্রী এতটাই অভিভূত হয়ে যান যে তাঁরা উঠে দাঁড়িয়ে পড়েন।
꧒এদিন এই ভিডিয়ো প্রথম পোস্ট করা হয় শ্রেয়ার এক ফ্যান পেজের তরফে। সেখানে লেখা হয়, 'আমি যতবার এটা শুনছি ততবার কাঁদছি। ওর গাওয়া প্রতিটি সুর যেন সোজা এসে বুকে বাজছে।'
꧋ইতিমধ্যেই এই ভিডিয়ো মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ২ লাখ বার শোনা হয়েছে। শেয়ার হয়েছে কয়েক হাজার বার। এক ব্যক্তি এই ভিডিয়ো দেখে লেখেন, 'লতা মঙ্গেশকরের গান কেউ যদি নিখুঁত ভাবে গাইতে পারেন তাহলে সেটা একমাত্র শ্রেয়া ঘোষাল।' আরেকজন লেখেন, 'আমরা অত্যন্ত ভাগ্যবান যে শ্রেয়া ঘোষালের গান শুনতে পারছি, তাঁর লাইভ পারফরমেন্স দেখতে পারছি।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'গত ১৫-২০ মিনিট ধরে লুপে শুনছি। অবিশ্বাস্য লাগছে। মনে কোথায় যেন গিয়ে বাজছে গানটা।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'উনি ট্যালেন্টের পাওয়ার হাউজ। ওঁর গাওয়া এই গান আমি আজীবন ধরে শুনে যেতে পারি।'
আরও পড়ুন: 🗹নাম না করে ইন্দিরার পুতুলকে কটাক্ষ রানার? কেন লিখলেন, 'ঠগগুলোকে চিনে রাখুন, খালি মিথ্যে ...'
ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚপ্রসঙ্গত শ্রেয়া ঘোষাল এবার ইন্ডিয়ান আইডলের বিচারক হিসেবে আছেন। তাঁর সঙ্গে আছেন বাদশা এবং বিশাল দাদলানি। তাঁকে এই রিয়েলিটি শোতে মাঝে মধ্যেই প্রতিযোগীদের অনুরোধে বা তাঁদের ভুল বুঝিয়ে দেওয়ার জন্য গান গাইতে দেখা গিয়েছে। কিন্তু এভাবে কোনও ভিডিয়ো ভাইরাল হয়নি।
ইন্ডিয়ান আইডল সিজন ১৫ প্রসঙ্গে
𒊎প্রসঙ্গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি।