ভারতে মিউজিক রিয়ালিটি শো-এর দশা আর দিশা বদলে দিয়েছিল ইন্ডিয়ান আইডল। এই মুহূর্তে এই রিয়ালিটি শো-এর ১৪ নম্বর সিজন জা൲রি রয়েছে। অনেক প্রতিযোগী এই শো থেকে উঠে এসেছে, নিজের মতো করে মিউজিকের দুনিয়ায় নাম করেছে। তবে দর্শক ভোলেনি অভিজিৎ সাওয়ান্ত এবং অমিত সানার দ্বৈরথকে।
ইন্ডিয়ান আইডল সিজন ১-এর জিতেছিলেন মহারাষ্ট্রের ছেলে অভিজিৎ সাওয়ান্ত। দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভিলাইয়ের ছেলে অমিত সানাকে। অভিজিৎ-কে কড়া টক্কর দিলেও শিকে ছেঁড়েনি অমিতের। এরপর ধীরে ধীরে গানের জগত থেকে হারিয়ে যান এই প্রতিযোগী। রিয়ালিটি শো নিয়ে এর আগ🅠ে বি♌স্তর অভিযোগ শোনা গিয়েছে, তবে এবার চ্যানেলের নামে ভয়ঙ্কর অভিযোগ আনলেন অমিত সানা। ১৯ বছর পর প্রথম ইন্ডিয়ান আইডলের বিজিত প্রতিযোগীর অভিযোগ, অভিজিৎ সাওয়ান্তকে জেতাতে নোংরা পলিটিক্স করেছিল চ্যানেল। দু-দিন আগেই বন্ধ করা হয়েছিল তাঁর ভোটিং লাইন।
সিদ্ধার্থ কাননকে দেওয়া এক সাক্ষাৎকারে অমিত সানা বলেন অভিজিৎ-এর হাসিতে ফিদা হয়েছিলেন শিল্পা শেট্টি, তারপর থেকেই বদলে যায় সবকিছু। অমিত বলেন, ‘তারপর আস্তে আস্তে অনেককিছু বদলে গেল। ওকে ইন্ডিয়ান আইডলের টিম সিরিয়াসলি নেওয়া শুরু করল।🌟’ এরপর অমিত আরও চাঁচাছোলা। তিনি বলেন, ‘আমার ভোটিং লাইন ব্লক হয়ে গিয়েছিল ফাইনালের দু-দিন আগেই। সেটা তো আর আপনা আপনি হয়ে যায়নি’।
এরপর অমিত সানা বলেন, ‘অনেকের মুখেই শুনেছিলাম এই ব্যাপারে নাকি কিছু রাজনৈতিক প্ররোচনা কাজ করেছিল, তবে এটা শোনা কথা। আমি তো নিজে থাকতে রিসার্চ করিনি’। এরপর চ্যানেলের হয়ে সাফাই গেয়ে গায়ক বলেন, কাউকে বিজয়ী ঘোষণা করার আগে চ্যানেলকে অনেক কথা মাথায় রাখতে হয়। এটা কোনও সাধারণ নির্বাচন নয়, যেখানে গোটা প্রক্রিয়াকে জলের মতো স্বচ্ছ রাখতে হবে। প্রায় দু-দশক পর এই বিষয় নিয়ে মুখ খোলার জন্য অভিজিতের কাছে ক্ষমাও চেয়ে নেন অমিত সানা। জানান, সহ-প্রতিযোগির সঙ্গে আজও উষ্ণ🔯 সম্পর্ক রয়েছে তাঁর।