এর আগে 'বিল্লু রাক্ষস', ‘পিউপা’, 'পার্সেল'-এর মতো ছবি বানিয়েছেন। ইন্দ্রাশিস আচার্যের বানানো সেই ছবিগুলি প্রশংসিতও হয়েছে। এবার 'নীহারিকা'র গল্প বলতে চলেছেন ইন্দ্রাশিস। যেখানে উঠে আসবে অন্ধকার শৈশব পার 🐈করে আসা এক নারীর যৌবনের নানান আশা-আকাঙ্খার গল্প। সঙ্গে তাঁর অস্তিত্বের লড়াইয়ের কথা।
ইন্দ্রাশিস আচার্যের এই ছবিতে অভিনয় করেছেন শিলাজিৎ মজুমদার, অনুরাধা মুখোপাধ্যায়, অনিন্দ্য সেনগুপ্ত, মল্লিকা মজুমদার। সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা 'ভয়' গল্পের অনুপ্রেরণায় 'নীহারিকা' ছবিটি বানিয়েছেন পরিচালক ইন্দ্রাশিস। এবিষয়ে পরিচালক ইন্দ্রাশিস আচার্য হিন্দুস্তান টাইম বাংলাকে জানান, ‘২০১৩ সালেই আমি সঞ্জীব বাবুর কাছ থেকে ভয়-এর সত্ত্ব কিনেছিলাম। তবে ছবিটা যখন করতে শুরু করলাম তখন বারবার আর্থিক সমস্যায় পড়ি। কারণ, একাধিক প্রযোজক এসেছেন, তাঁরা সহযোগিতার বদলে অসহযোগিতা-ই করেছেন বেশি। বারবার ছবির শ্যুটিং বন্ধ হয়েছিল। ঠিক করেছিলাম নিজেরাই করব টাকা তুলে। এরপর সেই মতোই পদক্ষেপ করেছিলাম। পরে গ্রীষ্মকালে ছবির কিছুটা শ্যুট করে পুঁজি সংগ্রহের চেষ্টা করি, তখন কিছুজন এগিয়ে আসেন। পরে গ্রীষ্ম, বর্ষা, শীত, ছবিটি বিভিন্ন ঋতুতে প্রায় ৮ মাস ধরে শ্যুটিং করেছি। যখন যেমন টাকা এসেছে। প্রায় ১৬-১৭ জন এই ছবিটার জন্য টাকা দিয়েছেন। এটা আমার কাছে একটা প্রাপ্তি। প্রযোজনা সংস্থা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট প্রযোজনা করতে এগিয়ে এসেছিল, পরে ১৬-১৭ জন ফিনান্সারদের টাকায় ছবিটা হয়েছে। শ্রীমা ক্রিয়েশনের ব্যꦍানারে ছবিটা মুক্তি পাচ্ছে আগামী ২১ জুলাই।’
আরও পড়ুন-‘সন্তানের মাকে সম্ম🦋ান করি’, রাজের এমন কথাতেই🐈 কি বরফ গলল! রাগ ভাঙল পরীমনির?
ছবির গল্প প্রসঙ্গে ইন্দ্রাশিস বলেন, ‘গল্পে দীপা নামে একটি মেয়েটি রয়েছে, তাঁর একটা অন্ধকার শৈশব রয়েছে, যেখানে তাঁর আত্নীয়স্বজনারও তাঁকে খারাপভাবে ব্যবহার করেছে, পরে একটা ঘটনার পর মামার সঙ্গে মেয়েটি চলে আসে শিমুলতলা, গিরিডি অঞ্চলে। যেখানে তাঁর মামা একজন চিকিৎসক। শিমুলতলার মতো মানুষহীন একটা জায়গায় এসে মেয়েটির জীবন 🌠বদলে যায়। সেখানে গিয়ে নতুন করে নিজের অস্বিত্ব খোঁজার চেষ্টা করে, নতুন সম্পর্কে জড়ায়। তাঁর সেই জার্নিটাই ছবিতে উঠে আসবে। আর দীপা যে বাড়িটায় থাকে সেই বাড়িটির নাম নীহারিকা। আর এই বাড়িটিই শেষদিন পর্যন্ত দীপার আশ্রয় হয়ে দাঁড়ায়। এখানে শিলাজিৎ দীপার মামার ভূমিকায় অভিনয় করেছেন।’