'পৃথিবীর সব থেকে সু🐼ন্দর মানুষ তুমি। তোমায় ছাড়া সব মিথ্যে। আজ তোমায় জানাই হ্যাপি মাদার্স ডে।' ১২ মে, রবিবার, এই কথাটাই হয়তবা বহু সন্তান তাঁর মায়েদের উদ্দেশ্যে অস্ফুটে বলছেন, তা সে তারকা হোক কিংবা সাধারণ…। আন্তর্জাতিক মা দিবসে সোশ্যাল মিডিয়ার পাতায় উঠে এল জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের সঙ্গে তাঁর মায়ের কিছু স্মৃতি।
২০২১-এ মাকে হারিয়েছিলেন জনপ্রিয় গাায়ক অরিজিৎ সিং। সেটাও ছিল মে মাস। কোভিডে আক্রান্ত হয়েছিল অরিজিতের মা অদিতি স🎀িং। যদিও পরে কোভিড রিপোর্ট নেগেটিভ আসে। তারপরেও মাত্র ৫২ বছর বয়সেই সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অরিজের মায়ের। সেসময় কলকাতারই🍰 এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
জানা যায়, মা অদিতি সিং-ই ছিলেন আজকের এই খ্যাতনামা♒ গায়ক অরিজিতের প্রথম শিক্ষাগুরু। খুবই অল্পবয়সে মায়ের হাত ধরেই গানের জগতে প্রবেশ করেছিলেন অরিজিৎ। অদিতি সিংও গান গাইতেন। তিনিই একদিন স্বপ্ন দেখেছিলেন, ছেলে অরিজিৎ নামী গায়ক হবে। অদিতি দেবীর সেই স্বপ্ন পূরণ হয়েছে। আজ সারা পৃথিবী অরিজিৎ সিং-কে এক নামেই চেনে। তবে জিয়াগঞ্জের এই ছেলেটি একদিন মায়ের হাত ধরেই হেটেছিলেন অসাধারণ হওয়ার পথে। যদিও সেসময় তাঁর পারিবারের আর্থিক অবস্থা বিশেষ ভালো ছিল না বলেই জানা যায়। তাই অনেক কষ্ট করেই দুই ছেলেমেয়েকে বড় করে তুলেছ𓆉িলেন অদিতি সিং। তবে শুধু ছেলেকেই নয়, এই মায়ের হাত ধরে গানের দুনিয়ায় আজ প্রতিষ্ঠিত অরিজিতের বোন, অদিতি সিং-এর মেয়ে অমৃতা সিংও।
রবিবার ১২ মে আন্তর্জাতির মা দিবসে, অরিজিতের ফ্যানপেজে উঠে এল তাঁর মা অদিতি সিংয়ের সঙ্গে গায়কের কিছু অদেখা মুহূর্ত….। কোলাজ করা ৪টি ছবির মধ্যে দুটিতে মাকে জড়িয়ে থাকতে দেখা গিয়েছে অরিজিতকে। আর বাকি দুটির একটিতে অদিতি দেবীকে হারমোনিয়াম বাজিয়ে গান 𒊎গাইতে দেখা গিয়েছে। আ🍎রেকটিতে রান্না ঘরে দেখা গিয়েছে গায়কের মাকে। ছবির ক্যাপশানে অরিজিতের হয়ে লেখা হয়েছেন, ‘হ্য়াপি মাদার্স ডে মা’।