২৩ জুলাই সংসদে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর ঠিক তখনই সোশ্যাল মিডিয়া ভাসছে বাজেট মিমের বন্যায়। সকলেই আ♏শঙ🌊্কা প্রকাশ করেছেন তিনি আজ বাজেটের মাধ্যমে মধ্যবিত্তের ঘাড়ে আর কতটা চাপ ফেলবেন বা চাপ ফেলার সম্ভাবনা আছে।
বাজেট মিমে ভরপুর নেট দুনিয়া
এদিন এক ব্যক্তি মহাভারতের একটি ক্লিপের ছবি পোস্ট করে তাতে লেখেন🀅, 'আজ আমার দুঃখ, নিরাশার কোনও সীমা নেই।' অর্থাৎ তিনি ধরেই নিয়েছেন নির্মলা সীতারমন এদিন যে বাজেট পেশ করবেন তাতে মধ্যবিত্তের কষ্ট আরও বাড়বে।
কেউ আবার বাহুবলি ছবির একটি ক্লিপ পোস্ট করেছেন। সেখানে রাজমাতা শিবগামীকে নির্মলা সীতারমনের সঙ্গে তুলনা করা হয়েছে। আর তাঁদের দুঃস্🍰থ প্রজাদের ভারতের ট্যাক্স দাতাদের সঙ্গে তুলনা করা হয়েছে যে এবার তাঁর করা ঘোষণা কোন আঘাত হানবে তাঁদের উপর।
আরেকটি মিমে ♛দেখা যাচ্ছে একটি কার্টুন চরিত্র খসে পড়া তারাকে দেখে ভালো একটি বাজেটের প্রত্যাশা করেছে যাতে মধ্যবিত্তের ভালো হয়। কিন্তু তার সেই প্রার্থনা শুনে তারাটাকে ঘুরে চলে যেতে দেখা যাচ্ছে।
কখনও রাজপাল যাদবের কোনও 🎉মজার দৃশ্য, কখনও আবার ধূপ ধুনো দিয়ে ঠাকুরের পুজো করার দৃশ্য দিয়ে মধ্যবিত্তদের অবস্থার তুলনা কর💙া হয়েছে। বাদ যায়নি পঞ্চায়েতের দৃশ্য। যেখানে বলা হয়েছে সরকার বাজেট পেশ করে এবং স্যালারি পায় এমন ব্যক্তিদের থেকে খালি টাকা চায়।
বাজেটের পর নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর কী অবস্থা হতে পারে সেট🔴াও একটি মিমে তুলে ধরা হয়েছে।