সাই পল্লবী বর্তমানে তাঁর কেরিয়ারে ভীষণ ভাবে ফোকাস করছেন। হাত ভর্তি কাজ তাঁর। আগামীতে দেখা যাবে আমারন নামক একটি তেলুগু꧅ ছবিতে। আগামী ৩১ অক্টোবর মুক্তি পাবে সেই ছবি। এছাড়াও নাগা চৈতন্যের সঙ্গে তাঁকে আগামীতে থান্ডেল ছবিতে দেখা যাব♚ে। তবে তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট যে নীতীশ তিওয়ারির রামায়ণ হতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না। সেই ছবিতে তাঁকে সীতার চরিত্রে দেখা যাবে। রাম হবেন রণবীর কাপুর। তবে সেই ছবি নিয়ে জোরদার চর্চার মাঝেই নেটপাড়া ভাসছে বয়কট সাই পল্লবী ট্রেন্ডে। কিন্তু কী বলেছেন তিনি?
আরও পড়ুন: বিয়ের ৪ মাসেই ജঅন্তঃসত্ত্বা সোনাক্ষী? কী জাহির হল ꦛস্বামীর পোস্টে
আরও পড়ুন: মুক্তির ৩০ বছর পর ফের বড় পর্দায় আসছে করণ অর্জুন! কবে রি-রিলিজ করছে শাহরুখ-সলমনের ছবি💦?
কী করেছেন সাই পল্লবী?
সম্প্রতি সাই পল্লবীর একটি পুরোনো ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে তাঁর বলা কিছু কথা ভীষণই আপত্তিকর মনে গিযไ়েছে নেট নাগরিকদের। ২০২২ সালের একটি সাক্ষাৎকারকে ঘিরেই যত বিতর্ক। সেখানে তিনি যা বলেছেন সেখানে হিংস্রতা বা সহিংসতা বুঝতে বা বোঝাতে তিনি যে ব্যর্থ সেটা স্পষ্ট। সেখানে দিয়ে এই বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, 'পাকিস্তানের লোকজন মনে করেন আমাদের দেশের সেনারা আতঙ্কবাদী। ফলে কে কীভাবে দেখছেন সেটা বদলে যায়। আমি সহিংসতা বুঝি না।' আর তাঁর এই কথাটি কেউ ভালো ভাবে নেননি। তারপরই শুরু হয়েছে বয়কট সাই পল্লবী ট্রেন্ড।
এই ট্রেন্ডে গা ভাসিয়ে এক ব্যক্তি লেখেন, 'ভগবান এই মহিলা মা সীতার চরিত্রে অভিনয় করবেন রামায়ণে। পাকিস্তান আর ভারত দুটোই আর্মি এক? মাথাটা পুরোই গেছে মনে হয়। এবার এই অসহ্যকর মহিলার সিনেমা আপনারা দেখবেন কিনা ভেবে দেখুন।' কেউ আবার লেখেন, 'বলুন আমরা কতজন নির্দোষ মানুষকে মেরেছি যে ভারতীয় সেনা আতঙ্কবাদী এই কথা বলছেন♑?'
যদিও কেউ কেউ আবার তাঁকে সমর্থন করেছেন। এভাবে দুই বছর পুরোনো ভিডিয়ো খুঁড়ে বের করে সেখানে বলা অ🎶ভিনেত্রীর কথা ঘুরিয়ে অর্ধেক ভিডিয়ো শেয়ার করে কটাক্ষ করায় আপত্তি জানিয়েছেন অনেকেই।