গত বুধবার আমাদের চলে গিয়েছেন ইরফান খান। কিন্তু ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদান ভোলবার নয়।꧙ তিনি রয়েছেন-তাঁর কাজের মধ্যে দিয়ে আজীবন সিনেপ্রেমীদের মনে বেঁচে থাকবেন তিনি। বাবার মৃত্যুর পর পুরোনো স্মৃতি রোমন্থন করে চলেছেন তাঁর দুই পুত্র। দিন কয়েক তাঁর ইরফান খানের বড় ছেলে তাঁর ফুচকা খাওয়ার একটি ভিডিয়ো সামনে এনেছিলেন, এবার বরফ ঠান্ডা জলে ইরফানের স্নানের অদেখা ভিডিয়ো প্রকাশ্যে আনলেন তারকা পুত্র।
ভিডিয়ো দেখা যাচ্ছে পাহাড়ি কোনও এলাকায় সবুজাভ 💟জলে ডুব দিচ্ছেন ইরফান খান। তাঁকে বলতে শোনা গেল, পুরো বরফ! অপর একটি ভিডিয়ো জল ঝাঁপ দিতে দেখা গেল ইরফানকে। অন্য সকলে চিত্কারে ইরফানের উত্সাহ ꦿবাড়াচ্ছিলেন।
ভিডিয়ো দু𒆙টি নিয়ে বিস্তারিত কোনও তথ্য দেননি ইরফান তবে খুব সম্ভবত ভিডিয়োটি করিব করিব সিঙ্গল ছবির শ্যুটিংয়ের ফাঁকে তোলা। আসলে জীবনকে বাঁচতে জানতে ইরফান। ত𒈔াই তো অবলীলায় তিনি বলতেন-‘জিন্দেগি বড়ি নেহি লম্বি হোনি চাহিয়ে’। অভিনেতার সেই স্পিরিটই ধরা পড়ল এই দুই ভিডিয়োয়।
ইনস্টাগ্রামে তিনদিন আগেই ইরফানের ফুচকার স্বাদ নেওয়ার একটি মিষ্টি ভিডিয়ো শেয়ার করেছিলেন বাবিল খান। ভিডিয়োর ক্যাপশনে বাবিল লিখেছেন-'যখন দীর্ঘ সময় তুমি ডায়েটে থাকো এবং শ্যুটিং শেষ হওয়ার পর তুমি ফুচকার স্বাদ ন🍰িতে পারো'।
ইরফানের এই অদে🎃খা ভিডিয়ো দেখে চোখের জল ধরে রাখতে পারছেন না তাঁর অনুরাগীরাও।সকলেই ইরফানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কমেন্ট বক্সে। সকলেই জানিয়েছেন আজীবন তিনি থাকবে♚ন আমাদের সবার সঙ্গে।
গত বুধবার সকালে মুম্বইয়ের ধীরুভাই কোকিলাবেন হাসপাতালে প্রয়াত হন ইরফান খান। ২০১৮ সাল থেকে মারণরোগ ক্যানসারের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন অভিনেতা। টুইটারে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন পরিচালক সুজিত সরকার। বাবা হারানোর শোকের মাঝেও বুধবার রাতে ইনস্টাগ্রামে এই সুদীর্ঘ লড়াইয়ে পরিবারের পাশে থাকবার জন্য শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানিয়েছিলেন বাবিল। তিনি ইনস্টাগ্রামে একটি বার্তায় লেখেন, 'আমার বন্ধুরা দুর্দিনে যে ভাবে আমার পাশে দাঁড়িয়েছে তাতে আমি ধন্য।আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন যে, এই মুহূর্তে আম🦋ার শব্দভাঁড়ার শূন্য। আমি সবার কাছে ফিরে আসব। কিন্তু এই মুহূর🥂্তে নয়। অনেক ধন্যবাদ। অনেক ভালোবাসা সবাইকে!'
এরপর থেকেই এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একের পর এক ইরౠফানের জীবনের অদেখা মূহূর্ত শেয়ার করে চলেছেন ইরফান পুত্র।