অবশেষে সুসম্পন্ন হল আম্বানিদের বিয়ে। গত ১২ জুলাই থেকে শুরু করে ১৪ জুলাই পর্যন্ত চলল এই বিয়ের অনুষ্ঠান। রাধিকাকে বরণ 🐼করে তোলার সময় আম্বানি পরিবারের তরফে একটি বিশেষ পারফরমেন্সের আয়োজন করা হয়েছিল। এমনকি রাধিকার বিদায়ের সময়ও তাঁর ননদ এবং জা তাঁর মন ভালো করার জন্য নাচ করেন।
রাধিকার বিদায়ের সময় ইশা এবং শ্লোকার নাচ
অনন্ত আম্বানি এবং রাধিকা🥀 মার্চেন্টকে ঘিরে সকলে দাঁড়িয়ে থাকেন মার্চেন্ট পরিবারের মেয়ের বিদায়ের সময়। এরপরই কুড়ি নু নাচনে দে গানে শ্লোকা এবং তাঁর বন্ধুরা পারফর্ম করেন। ব্যাড যাননি ননদ ইশাও। তাঁদের দেওয়া এই সারপ্রাইজে প্রথমে চমকিত হলেও পরে তাঁদের সঙ্গে কোমর দোলান নতুন দম্পতি।
রাধিকার বরণের সময় নাচ
শুধুই কি তাই? রাধিকাকে যখন আম্বানি পরিবারে বরণ করে তোলা হচ্ছে তখনও আম্বানি পরিবারের সদস্যরা তাঁর জন্য একটি বিশেষ পারফরমেন্সের আয়োজন করেছিল। প্রথম পাধারো মারে দেশღ গানটিতে নাচ করেন ত🔯াঁরা। তারপর অন্যান্য গুজরাটি গানে নাচ করতে দেখা যায়।
অনন্ত রাধিকার বিয়ে প্রসঙ্গে
অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্ট গত ১২ জুলাই বিয়ে করলেন। গত শুক্রবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছিল তাঁদের বিয়ের আসর। তিন দিন ধরে চলল বিয়ে। শুভ বিবাহ দিয়ে অনুষ্ঠান শুরু হওয়ার পর ১৩ জুলাই অনুষ্ঠিত হয় শুভ আশীর্বাদ অনুষ্ঠান। এবং মঙ্গল উৎসব বা রিসেপশন অনুষ্ঠিত হয় ১৪ জ▨ুলাই।
আরও পড়ুন: মা হও♉য়ার আগে হঠাৎ রণবীরকে নিয়ে বিশেষ উপলব্ধি দীপিকার, কেন বললেন, 'তখনই বুঝ💮েছি মানুষটা...'?
এর আগে তাঁদের দুটো প্রিওয়েডিং আয়োজিত হয়েছে। একটি গুজরাটের জামনগরে অনুষ্ঠিত হয়েছে এক সপ্তাহ ধরে। আরেকটি ইতালির আলিশান ক্রুজে। সমস্ত অনুষ্ঠানের ছবি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল। বিয়ের আগে সঙ্গীত থেকে শুরু করে গায়ে হলুদ, গরবা অনুষ্ঠান, গ্রহ শান্তির পুজো সবই অনুষ্ঠিত হয়ে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী আন্তর্জাতিক গায়ক যেমন অ্যাডেলে, ড্রেক, লানা ডেল রে পারফর্ম করছেন অনন্ত রা🐎ধিকার বিয়েতে। এছাড়া বেশ কিছু ভারতীয় সঙ্গীত শিল্পীরাও ছিলেন। শ্রেয়া ঘোষাল প্রিওয়েডিংয়ের পর অনন্ত রাধিকার বিয়েতেও পারফর্ম করেছেন। এছাড়া ছিলেন সোনু নিগম, শঙ্কর মহা দেবন, হরিহরণ, কৌশিকী চক্রবর্তী, প্রমুখ।