সোমবার, ৫ অগস্ট পদত্যাগ করেছেন শেখ হাসিনা। আর তাঁর পদত্যাগের পরই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। চলছে লুটতরাজ। হিন্দুদের বাড়িতে চালানো হচ্ছে আক্রমণ। বাদ গেলেন না জলের গান🥃 খ্যাত ফোক ব্যান্ডের গায়ক তথা বাদ্যযন্ত্রী রাহুল আনন্দ।
আরও পড়ুন: বোনের✅ মৃত্যুর দেড় বছর পার, ঐন্দ্রিলার স্মৃতি উসকে বৃষ্টিভেজা দিনে কী পোস্ট করলেন ঐশ্বর্য?
কী ঘটেছে রাহুল আনন্দের বাড়িতে?
এদিন সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ভিডিয়ো ভাইরাল হয় রাহুল আনন্দের বাড়ির। সেখানে একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে দাউদাউ কর♉ে জ্বলছে রাহুল আনন্দের বাড়ি। আরেকটি পোস্টে জলের গানের গায়কের ছবি পোস্ট করে লেখা হয়, 'রাহুল আনন্দ দার বাড়িতে হামলা হয়েছে এবং তার ছোটবেলা থেকে এখন পর্যন্ত বানানো প্রায় তিন হাজার বাদ্যযন্ত্র ভাঙচুর করা হয়।স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।'
আরও এক ব্যক্তি এদিন রাহুল আনন্দের পরিপাটি সাজানো গোছানো বাড়ির আগের একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে বাড়ির প্রতিটি দেওয়াল, কোণ জুড়ে রাখা নানা রকমের বাদ্যযন্ত্র। সঙ্গে ক্যাপশনে লেখা হয় 'আমি বিকাল ৪টার সময় Square hospital দাদাকে রিকশা করে নিয়ে আসতে দেখেছি। আমার এক ভাই জানালো দাদা বাসায় আগুন দিয়েছে। আমি দাদা মুখটা দেখে বুঝতে পেরেছিলাম কিছু একটা হয়েছে। কিন্তুু এত বড়ো অন্যায় হবে বুঝতে পারি নাই। এখন বিচার কে করবে।' যাঁরা 🍷কম বেশি বাংলা ব্যান্ডের গান শোনেন তাঁদের কাছে জলের গান নামটি নতুন নয়। বিশেষ করে এঁরা যেভাবে বিভিন্ন ধরনের ফোক বাদ্যযন্ত্র ব্যবহার করে গান পরিবেশন করেন। সেখানে এ হেন খবর যে সক🌌ল গান প্রেমীদের কাছেই মর্মান্তিক সেটা বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত গত মাসে কোটা আন্দোলনকে ঘিরে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। মাঝে সেই আন্দোলনের আঁচ কিছুটা স্তিমিত হলেও ধিকিধিকি জ্বলছি🅷লই। পরে সেটা হাসিনার পদত্যাগ আন্দোলন হয়ে ওঠে। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্তফা দিয়ে বোনের সঙ্গে ভারতে পালিয়ে আসেন। তারপর সেদেশের গণ ভবন দখল করে নেয় উত্তাল জনতা। একই সঙ্গে শুরু হয় সেদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার। মন্দির ভেঙে ফেলা হয়। হিন্দুদের বাড়ি ভেঙে ফেলা বা আগুন ধরিয়ে দেওয়া হয়। এই নিয়ে ওপার বাংলার একাধিক তারকা সরব হয়েছেন।