বিজয়ার পর দাদাগিরির মঞ্চ মাতাতে আসছেন জগদ্ধাত্রী ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরা। এদিন জুটি বেঁধে দাদা ওরফে সৌরভের সঙ্গে খেলবে♚ন জ্যাস 🦄সান্যাল এবং স্বয়ম্ভু। অর্থাৎ অঙ্কিতা মল্লিক এবং সৌম্যদীপ মুখোপাধ্যায়।
দাদাগিরিতে জগদ্ধাত্রীর টিম
বিজয়ার পর বিশেষ পর্বে দাদাগিরির মঞ্চে খেলতে আসছেন জগদ্ধাত্রী ধারাবাহিকের টিম। এখানেই জুটি বেঁধে খেলবেন স্বয়ম্ভু এবং জ্যাস ওরফে জগদ্ধাত্রী। থাকবেন এই পরিবারের অন্যান্যরাও। সেখানেই অঙ্কিতাকে গুগলি দিতে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। অনেকেই আবার বলেন তাঁরꦯা নার্ভাস।
এদিন ত্বরিতা চট্টোপাধ্যায় বলেন, 'আমি নার্ভাস আবার উত্তেজিতও। নার্ভাস কারণ জানি না কী প্রশ্ন আসবে। আর উত্তেজিত কারণ দাদার সঙ্গে খেলব।' অন্যদিকে কৌশিকী মুখোপাধ্যায় বলেন, 'এটা আমার দ্বিতীয়বার, কিন্তু তাও ভীষণ টেনশনে আছি। জানি না দাদ♓💜া কী বলবেন। কিন্তু প্রস্তুতি নিয়েই এসেছি এবার দেখা যাক।' তিনি আরও বলেন, 'পরীক্ষার আগের মতো টেনশন হচ্ছে প্রস্তুতি থাকলেও।'
ধারাবাহিকের নায়িকা অঙ্কিতা এদিন সৌরভকে বলেন, 'আমাদের সবার কাছে তুমি হিরো। কিন্তু তুমি কেমন হিরো অ্🙈যাকশন নাকি রোম্যান্টিক?' উত্তরে সৌরভ যা বলেন তাতে মুগ্ধ হয়ে যান সকলেই। সৌরভ এদিন অঙ্কিতাকে জবাব দিয়ে বলেন, 'আমাদের সময় অ্যাকশন🅺 হতো মাঠে। আর জীবনে রোম্যান্সের কমতি নেই।' অর্থাৎ তিনি যে দুই ধরনের হিরো সেটা স্পষ্ট।
আরও পড়ুন: 💖বাড়িতে রাজনৈতিক নেতাদের আনাগোনা, তবুও দাদাগিরিতে সৌরভ বললেন '🅺পলিটিক্সে আগ্রহ নেই'!
আরও পড়ুন: 'পরিবর্তন ভালো...' জীবন নিয়ে 🐻সৃজাকে পরামর্শ সৌরভের, দিলেন রূপমের কোন উদাহরণ?
এদিন অঙ্কিতা একটি লাল রঙের শাড়ি পরে এসেছিলেন। সঙ্গে ছিল ম্যাচিং ব্লাউজ। খোঁপায় দিয়েছিলেন লাল গোলাপ। অন্যদিকে সৌম্যদীপ মুখ🧜োপাধ্যায় একটি লাল পঞ্জাবি পরে এসেছিলেন। তাঁদের পরিবারের বাকি সকলকেও শাড়ি পঞ্জাবিতে সেজে আসতে দেখা যাবে এদিন। তবে দাদা অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু মোটেই বিজয়ার পর কোনও ধুতি পঞ্জাবি পরে আসেননি। তাঁকে এদিন চেনা স্যুট বুট লুকেই দেখা যায়।
প্রসঙ্গত প্রত💝ি শনি এবং রবিবার করে রাত ৯.৩০ টা থেকে সম্প্রচার🦩িত হয় দাদাগিরি। জি বাংলার পর্দায় দেখা যায় এই রিয়েলিটি শো।