গল্ফ কোর্সেই লুকিয়ে ছিল বিপদ। খেলতে গিয়েই ঘটল মর্মান্তিক ঘটনাটা। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ফিফটি শেডস খ্যাত অভিনেতা জেমি ডরহান। সূত্র বলছে, শুঁয়োপোকার কামড়ে নাকি এই বিপদ ঘটে গিয়েছে। কিন্তু সা⛄মান্য একটা শুঁয়োপোকা কীভাবে কারও হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়াতে পারে? কোথায় গিয়ে এমন প্রাণঘাতী বিপদে পড়লেন অভিনেতা? উঠছে হাজারো প্রশ্ন।
জানা গিয়েছে, কর্মবিরতি নিতে পর্তুগালে ছুটি কাটাতে গিয়েছিলেন ♊জেমি। সঙ্গে ছিলেন প্রাণের বন্ধু 'গুড মর্নিং ব্রিটেন' উপস্থাপক গর্ডন স্মার্ট। এদিন হৃদরোগে আক্রান্ত হয়েছ𝓡িলেন স্মার্টও। কারণ, ওই একটা শুঁয়োপোকা। এক পডকাস্টে, স্মার্ট এই বিষয়ে নিজের অভিজ্ঞতাটি বর্ণনা করেছেন। বলেছিলেন, হ্যাংওভারের উপর বিষাক্ত শুঁয়োপোকার কামড় তাঁদের মৃত্যুমুখে ফেলে দিয়েছিল।
পর্তুগালে গিয়ে একসঙ্গে গল্ফ খেলছিলেন দুজনে। সঙ্গী গর্ডন স্মার্টের সঙ্গে গল্ফ খেলার পাশাপাশি মদ্যপানও করেন জেমি। আর ঠিক তার পরের দিনই ঘটে যায় বিপত্তি। হৃদরোগে প্রথম আক্রান্ত হন স্মার্ট। তিনি জানালেন, ক্রমাগত নিজের হাত, পা অসাড় হয়ে আসছে দেখে তিনি বুঝতে পারেন যে হার্টের সমস্যা হচ্ছে। নিজেই ডাক্তারের সন্তান হওয়ায় এইটুকু অনুভূতিꦚ করতে পারাটা খুব একটা কঠিন ছিল না। বিষয়টি বুঝতে পেরেই ছিল হাসপাতালে চিকিৎসার জন্য পৌঁছে যান।
আর এদিকে স্মার্ট হাসপাতালে পৌঁছোতে পৌঁছোতেই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিলেন জেমিও। বাম হাত থেকে অসাড় হয়ে আসছিল সারা শরীর। বাম হাতের পর ধীরে ধীরে ডান হাতও নাড়াতে পারছিলেন না। অসাড় হয়ে পড়েছিল পা দুটোও। এরপর যখন সেন্স ফেরে জেম❀ি তখন হাসপাতালের বিছানাতেই শুয়ে ছিলেন। খবর মিলেছে, আপাতত সুস্থ আছেন জেমি ও গর্ডন দুইজনেই। কোনো অসুবিধা হয়নি।
প্রসঙ্গত, দক্ষিণ পর্তুগালে বেড়াতে গিয়েছিলেন জেমি। সেখানেই খেলছিলেন। অতিরিক্ত মদ্যপানও করেছিলেন। এমন সময় কোনোভাবে তাঁদের কামড়ে দেয় ওই শুঁয়োপোকা। জানা গিয়েছে, ওই গল্ফ কোর্সেই ছিল বিষাক্ত শুঁয়োপোকার বাস। এটি কোনো সাধারণ শুঁয়োপোকা ছিল না। সে কারণেই এমন বিপদে পড়তে হয়েছিল জেমি ও স্মার্টকে। এর জন্য আনন্দ করা আগে সতর্কতা জরুরি ছিল। কর্মব্যস্ততা থেকে বেরিয়ে একটু আনন্দের স্বাদ পেতে গিয়ে কি ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হয়েছিল দুজনকে। সেই অপ্রত্যাশিত মুহূর্তে কথা মনে পড়লে এখনও আফসোস করেন জেꦍমি ডরম্যান ও গর্ডন স্মার্ট।