প্রায় শেষের দিকে এসে পৌঁছেছে সারেগামাপা। ইতিমধ্যেই গ্র্যান্ড ফিনালের শ্যুটিং হয়ে গিয়েছে। এদিকে এদিন সম্প্রচারিত হল শ্যামল মিত্র স্পেশাল পর্ব। আর🥂 সেখানেই তাঁর গান গেয়ে পর্বের সূচনা করলেন জাভেদ আলি। স্পষ্ট বাংলা উচ্চারণে গাইলেন গান।
কী ঘটেছে সারেগামাপায়?
শনিবার, ৮ ফেব্রুয়ারি সারেগামাপায় শ্যামল মিত্র বিশেষ পর্ব সম্প্রচারিত হল। সেখানে পর্বের সূচনা হয় জাভেদ আলির গান দিয়ে। তিনি ধুতি পঞ্জাবি পরে, পুরোদস্তু💞র বাঙালি হয়ে বনপলাশীর পদাবলী থেকে আহা মরি মরি গানটি গান। এই গানটি লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার। সুর দিয়েছেন এবং গেয়েছেন শ্যামল মিত্র। জাভেদ আলির কণ্ঠে এই গান শুনে মুগ্ধ হয়ে যান সকলেই।
গান শেষ হওয়ার পর এবারের অন্যতম বিচারক বলেন, 'এই মঞ্চের জন্যই আমি এত বাংলা গান গাওয়ার সুযোগ পাচ্ছি। আর একটা কথা, এই মঞ্চে আমার সঙ্গীতের জ্ঞান অনেক বেড়েছে ক𒁃ারণ আমি🍸 এখানে বাউল শুনেছি, লোকগান শুনেছি। আমি এগুলো আগে শুনিনি। একজন শিল্পীর নতুন নতুন জিনিস শেখা উচিত তাহলেই সে উন্নতি করতে পারে। আমি সেটাই করছি। আজ দুপুরেই আমি এই গানটি শিখে এখন পারফর্ম করলাম।'
জাভেদের গানে মুগ্ধতা প্রকাশ করেন আরেক বিচারক শান্তনু মৈত্র। তিনি এদিন বলেন, 'আমি কখনও কোনও অবাঙালি বিচারককে 🤡দেখেছি এতগুলো বাংলা গান গাইতে।'
সারেগামাপা প্রসঙ্গে
এবারের সারেগামাপাতে কোনও মেন্টর নেই। আছেন ৮ জন বিচারক। সারেগামাপার এই ৮ বিচারক হলেন শꦛান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন মোট ৪🎀টি দল। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল এই শো। আবির চট্টোপাধ্যায় রয়েছেন সঞ্চালক হিসেবে।
আরও পড়ুন: মদ-তামাকের থেকেও ক্ষতিকর চিনি,ꦫ দাবি নাগা ༒চৈতন্যের! সামান্থার প্রাক্তন বললেন, ‘পুরো বিষের মতো…’
প্রসঙ্গত সারেগামাপার গ্র্যান্ড ফিনালের শ্যুটিং হওয়ার পর প্রাক্তন বিজয়ী সৌম্য চক্রবর্তী তাঁর ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেন যে এবারের সারেগামাপায় যুগ্ম বিজয়ী হয়েছেন। যদিও বর্তমানে তিনি সেই পোস্ট ডিলিট করে দিয়েছেন। লিখে দেন সেই দুই বিজয়ীর নাম, যদিও হিন্দুস্থান টাইমস বাংলা এখনই তাঁদের নাম প্রকাশ করছে না। সৌম্য চক্রবর্তী এই পোস্টটি করার পর অনেকেই বিরোধিতা করেছেন তাঁর লেখার। সম্প্রতি চဣ্যানেলে তরফে গ্র্যান্ড ফিনালের প্রথম প্রোমো প্রকাশ্যে আনা হয൲়েছে। সেখানেই দেখা গিয়েছে এবারের সারেগামাপার গ্র্যান্ড ফিনালেতে যাওয়ার দৌড়ে আছেন আরাত্রিকা সিনহা, অনীক জানা, অতনু মিশ্র। বাকি টপ ৫ এ কোন দুজন আরও জায়গা করে নেন সেটাই এখন দেখার। সেরা ৫ জনকে নিয়ে গ্র্যান্ড ফিনালের পর্ব সম্প্রচারিত হবে।