দেখতে দেখতে ৪ বছর পেরিয🏅়ে গেছে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রথম সন🔯্তান, ছেলের। বর্তমানে সে কলকাতার একটি নামী স্কুলের ছাত্র। সেখানকার একটি অনুষ্ঠানে এদিন পারফর্ম করে ইউভান। ছেলের সেই নাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন গর্বিত মা শুভশ্রী।
আরও পড়ুন: 'এখানকার পরিবেশ এত পবিত্র', স্ত্রী পত্রলেখার সঙ্গে মহাকুম্ভে রাজকুমার, ত্রিবཧেণী সঙ্গমে সারলেন পুণ্যস্নান
ইউভানের পারফরমেন্সের ভিডিয়ো পোস্ট শুভশ্রীর
এদিন শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাঁর ইনস্টাগ্রামে ছেলে ইউভানের স্কুলের অনুষ্ঠানের একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানেই দেখা যাচ্ছে স্টেজে খুদেরা পারফর্ম করছে। আর তাদের মধ্যে আছে রাজ পুত্র ইউভানও। কমলা পোশাক পরে গানের তালে তালে নাচছে সে। এদিন শুভশ্রী এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'আমার সোনꦛা, আমার সোনা, আমার সোনা।' সঙ্গে অনেকগুলো লাল হৃদয়ের ইমোজিও পোস্ট করেন তিনি।
আরও একটি 🔯ভিডিয়োতে দেখা যায় স্টেজ থেকে বেরনোর সময় ইউভান সেখান থেকেই কার সঙ্গে চেঁচিয়ে কথা বলছে। বলাই বাহুল্য ছেলের গর্বে এদিন গর্বিত মা। শুভশ্রী ভিডিয়ো পোস্ট করতেই অনেকেই মন্তব্য করেছেন।
কে কী লিখেছেন?
এক ব্যক্তি লেখেন, 'একেবারেই মায়ের মতো।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'মনে হচ্ছ🐭ে মায়ের দেখানো পথেই হাঁটবে।' আকৃতি কক্কর যিনি কিনা অভিনেত্রী ভীষণ ভালো বন্ধু তিনিও এই পোস্টে মন্তব্য করেছেন।
আরও পড়ুন: WAVES সামিটের আগে অম꧙িতাভ-আম্বানিদের সঙ্গে মোলাকাত 🐓মোদীর! শাহরুখদের থেকে কী কী টিপস নিলেন?
প্রসঙ্গত ২০২০ সালের ১২ সেপ্টেম্বর জন্ম হয় ইউভানের। তারপর থেকেই ছেলের সঙ্গে নানা মুহূর্তের ছবি, ভিডিয়ো অহরহ পোস্ট করতে দেখা গিয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। শুধু ছেলে নয়, মেয়ে হওয়ার পর তার ছবিও পোস্ট করেন তিনি। এই বিষয়ে জানিয়ে রাখা ভালো মাত্র ২ বছর বয়স থেকেই ইউভান স্কুলে যায়। যদিও প্রথমে সে প্লে স্কুলে যেত। বর্তমানে সে♌ কলকাতার দ্য হেরিটেজ স্কুলের ছাত্র। এই স্কুলটি একটি ডে বোর্ডিং স্কুল। টলিউডের বহু তারকার সন্তানরাই এখানে প্রশ্ন করেন বা করেছেন। এই স্কুলে ছাত্র ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, স্ন্যাক্স সব দেওয়া হয়ে থাকে। স্কুলের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই স্কুলে ভর্তি করাতে কেজি অবধি ৩ লাখ টাকার সামান্য বেশি লাগে। আর তিন মাস অন্তর অন্তর ৫০ হাজার টাকা মতো ফিজ দিতে হয়।