বিনোদন জগতের উন্নতি এবং প্রসারের জন্য ভারত সরকারের তরফে একটি গ্লোবাল ইভেন্টের আয়োজন করা হয়েছে, নাম দেওয়া হয়েছে ওয়েভস সামিট। অর্থাৎ ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট। সেটার 🌠জন্যই অভিনেতা, ব্যবসায়ীদের সঙ🍨্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কী ঘটেছে?
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন ফিল্ডের নামী দামী ব্যক্তিত্ব যেমন অমিতাভ বচ্চন, মুকেশ আম্বানি প্রমুখের সঙ্গে কথা বলে ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিটꦜের বিষয়ে। এই বছরই অনুষ্ঠিত হবে এই ইভেন্ট। ভারত সরকারের তরফে এটিকে একটি বিশ্বমানের ইভেন্ট হিসেবে আয়োজন করার পরিকল্🗹পনা করা হয়েছে যাতে বিনোদন জগত অর্থনীতির উন্নতিতে আরও সাহায্য করতে পারে।
এই WAVES সামিটের পরামর্শদাতা হিসেবে ভারত🤡ের বিভিন্ন ফিল্ডের খ্যাতনামা ব্যক্তিত্বরা আছেন। কেবল ভারত নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যক্তিত্বরা আছেন।
এদিন এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন꧅, 'সবেই WAVES এর পরামর্শদাতাদের সঙ্গে একটি বিস্তারিত মিটিং শেষ করলাম। এই গ্লোবাল সামিট গোটা বিশ্বের বিনোদনকে এক জায়গায় নিয়ে আসবে। এক ছাদের তলায় আনবে ক্রিয়েটিভিটি এবং সংস্কৃতিকে।' তাঁর পোস্ট থেকেই জানা যায়, 'এই পরামর্শদাতারা হলেন জীবনের বিভিন্ন ফিল্ডের খ্যাতনামা ব্যক্তিত্বরা। তাঁরা খালি এই উদ্যোগকে সমর্থন করছেন সেটাই নয়, একই সঙ্গে জানাচ্ছেন কীভাবে এটাকে আরও সফল করা যায়, চেষ্টাকে আরও বাড়ানো যায় যাতে ভারতকে বিশ্বমানের বিনোদনের অন্যতম গড় হিসেবে গড়ে তোলা যায়।'
এদিনের এই আলোচনায় ছিলেন সুন্দর পিচাই, সত্য নাদেলা, অমিতাভ বচ্চন, শাহরুখ খা🐎ন, চিরজীবী, মোহনলাল, রজনীকান্ত, আমির খান, এ আর র🌟হমান, অক্ষয় কুমার, রণবীর কাপুর, প্রমুখ। ছিলেন দীপিকা পাডুকোন, মুকেশ আম্বানি, আনন্দ মাহিন্দ্রার মতো ব্যক্তিত্বরাও।