𒅌 সম্প্রতি ফের অচলাবস্থা তৈরি হয়েছিল টলিউডে। পরপর ৩ জন পরিচালককে কাজে বাঁধা দেওয়ায় পরিচালক গিল্ডের তরফে জানানো হয় তাঁদের শর্তাবলী যতদিন না লিখিত ভাবে ফেডারেশনের তরফ মেনে নেওয়া হচ্ছে ততদিন তাঁরা শ্যুটিং করবেন না। এরপরই রানা সরকার এই পোস্ট করেন। যদিও তাঁর নিশানায় সিনেমার পরিচালকরা নন, বরং ধারাবাহিকের পরিচালকরা। প্রসঙ্গত টলিউডের যে অচলাবস্থা তৈরি হয়েছিল সেটার অন্যতম কারণ ছোট পর্দার জনপ্রিয় পরিচালক শ্রীজিৎ রায়কে কাজে বাঁধা দেওয়ার জন্যই।
কী লিখেছেন এদিন রানা সরকার?
༒রানা সরকার এদিন তাঁর ফেসবুকের পাতায় ধারাবাহিকের পরিচালকদের এক হাত নেন। প্রশংসা করেন সহকারী পরিচালকদের। শুধু তাই নয়, নাম না করে পরিচালক অয়ন সেনগুপ্তকেও কটাক্ষ করেন। এদিন রানা সরকার লেখেন, 'আমার অভিজ্ঞতা থেকে বলছি, মেগা সিরিয়ালের শুটিং ফ্লোরে অনেক ডিরেক্টরের অধিকাংশ কাজ Asst Director (AD)-রা করে, এবং ভালো করে। কিছু ডিরেক্টর অবশ্যই ভালো, কিন্তু একশো শতাংশ AD-রা ভালো। কিছু মেগা ডিরেক্টরদের হাবভাব এমন মনে হয় ওঁরা নিজেকে রাজামৌলি বা বনশালি ভাবছেন। যে সব মেগা সিরিয়ালের ডিরেক্টররা ভালো না তাঁদের ফুটপাথে দোকান দিতে হয়, কারণ তাদের কেউ কাজ দেয় না। তাই মেগার ডিরেক্টররা ধর্মঘট করলে AD-রা শুটিং চালিয়ে নেবেন, কোনও ক্ষতি হবে না।'
🔯তিনি আরও লেখেন, 'সিনেমার ক্ষেত্রে ব্যাপারটা এরকম নয়, কিন্তু সিনেমা আর কটা হয়। হয় প্রতিষ্ঠিত প্রোডাকশন হাউজ অথবা লক্ষ্মী পার্টি সিনেমা বানায়। ধর্মঘট করলে কিছুদিন পিছিয়ে যাবে শিডিউল। কিন্তু মেগার ডিরেক্টররা ধর্মঘট করলে আর কাজ ফিরে পাবেন তো ? কী হবে যদি AD-রা পারমেনেন্টলি ডিরেক্টর হয়ে যায়?'
জবাব দিলেন অয়ন সেনগুপ্ত
🅺এদিন রানা সরকারের পোস্টে মন্তব্য করেন পরিচালক অয়ন সেনগুপ্ত। সেখানে তিনি লেখেন, 'তেমনই কিছু প্রোডিউসার আছেন, যাঁরা ফেসবুক সরগরম করেন, কাজ করার পর টাকা দেন না! ফেসবুকে থাকে, ইন্ডাস্ট্রিতে নয়!' তাঁর কথার জবাবে রানা লেখেন, 'যাক ঠিক জায়গায় লেগেছে।' পাল্টা জবাব দিতে ছাড়েননি অয়ন। তিনি লেখেন, 'আপনার লাগবে না জানি! কারণ আপনি …. থাক বললাম না। শুধু যদি টাকাটা দিতেন তাহলে অনেক ব্যথাই কমে যেত!' পরবর্তীতে রানা ফের লেখেন, 'ঘাড়ের ব্যথাটা ঠিক হয়েছে এখন যার জন্য আউটডোরে শুটিং করা যেত না। টাকা পাননি ফেডারেশনকে জানাননি কেন? ফেডারেশনের লিস্ট অনুযায়ী সবাইকে টাকা দেওয়া হয়ে গেছে। আপনার টাকা কি ফেডারেশন মেরে দিল?'
🎃জবাবে অয়ন বলেন, ‘ওহহহহ! ফেডারেশন কারও টাকা মারেনি, মারে না! সবাইকে নিজের মত ভাবলে হয় দাদা?’ রানার উত্তর, ‘তাহলে আপনি মিথ্যে কথা বলছেন, যদি সত্যি টাকা পান প্রমাণ সহ আসুন আপনাকে নিয়ে ফেডারেশনের অফিসে আমি নিজে যাব, বলুন কবে?’
কে কী বলছেন?
ꦰঅনেকেই রানা সরকারের পোস্ট মন্তব্য করেছেন। এক ব্যক্তি তাঁকে বিদ্রূপ করে লেখেন, 'রাজনীতি না কি মেগা সিরিয়াল, কোনটা ভালো?' আরেকজন লেখেন, 'মেগা সিরিয়াল একেবারে বন্ধ হয়ে যাক, একটা নোংরামি আর অসহ্য জিনিস এটা।'