পাঠানের পর শাহরুখের 'জওয়ান' জ্বরে কাবু গোটা দেশ। 'জওয়ান'-মুক্তির দিনই ৭ লক্ষ অগ্রিম টিকিট বিক্রি হয়ে গিয়েছে। যার মধ্যে শুধুমাত্র বাংলাতেই নাকি ১ লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। ফিল্ম বাণিজ্য বিশ্লেষকদের দাবি, প্রথম দিনেই ১০০ কোটি টাকা আয় করতে পারে ‘জওয়ান’। তবে গোটা বিশ্বের পাশাপাশি বাংলাতেও 'জওয়ান' উন্মা♛দনা তুঙ্গে।
এসভিএফ-এর অন্যতম কর্ণধার মহেন্দ্র সোনিཧ নিজের X (পূর্বের টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, ‘হাওয়া’ পরিষ্কার - বাংলায় নতুন রেকর্ড গড়ল জওয়ান! এক লক্ষ পঁচিশ হাজার টিকিট বিক্রি হয়েছে। মহেন্দ্র সোনি জানিয়েছেন, ‘ যদিও প্রিয়া সিনেমার সঙ্গে ‘জওয়ান’ নিয়ে এখনও আলাপ-আলোচনা চলছে। এখানে কোনোও নির্দিষ্ট তারিখে অন্য কোনো ছবি প্রদর্শনে কোনও বাধ্যবাধকতা নেই। জওয়ান এই বছরের সবথেকে বড় হিট হতে চলেছে। এটির সমস্ত চুক্তিতে ন্যায্য শর্তের যোগ্য।’
আরও🌃 পড়ুন-ক্যাটরিনার ভালোবাসা নিয়ে সংশয় ছিল♍, অকপট ভিকি
এদিকে বাংলায় 'জওয়ান' নিয়ে উন্মাদনা এতটাই তুঙ্গে। যে কলকাতায় ‘জওয়ান’-এর শো রাখা হয়েছে ভোর ৫ টা থেকে, আর শেষ শো রয়েছে রাত ২টা ১৫ মিনিটে। অর্থাৎ কেউ চাইলে কাজ শুরু করার আগে, কিংবা সারাদিনের কাজের শেষে 'জওয়ান' দেখে নিতে পারবেন। তবে শুধু কলকাতাতেই নয়, জেলা শহর রায়গঞ্জের কল্যানী মাল্টিপ্লেক্সেও রাত ২.১৫তে 'জওয়ান'-এর শো রয়েছেꦬ। এদিকে আবার নিউটাউনের 'মিরাজ' সিনেমায় ভোর ৫টায় 'জওয়ান'-এর শো রয়েছে।
এদিকে 'জওয়ান'-এর প্রথম দিনের অগ্রিম টি𓃲কিট বিক্রি নিয়ে মেলা তথꦺ্য বলছে, এখনও পর্যন্ত ৭ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। আর সব মিলিয়ে মোট ২০ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
মনোবা𒐪লা বিজয়বালান টিকিট বিক্রির পরিসংখ্যান শেয়ার করে টুইটে লিখেছেন, 'জাতীয় মাল্টিপ্লেক্স - PVR - ১,৫১,২৭৮, INOX - ১,০৬,২৯৭, CINEPOLIS - ৫২,৬১৫ ৷ মোট টিকিট বিক্রি হয়েছে - ৩,১০,১৯০টি। আয়ের পরিমান - ১১.৯৮ কোটি। শহর জুড়ে সমস্ত থিয়েটার - দিল্লি এনসিআর - ৫৪,২৩৮টি টিকিট অর্থাৎ ২.৫৭ কোটি টাকার টিকিট। মুম্বই - ৫০,৭০১টি টিকিট অর্থাৎ ২.০৮ কোটি টাকার টিকিট। বেঙ্গালুরু - ৪৮,১৮৪টি টিকিট অর্থাৎ ১.৮৪ কোটি টাকার টিকিট। হায়দ্রাবাদ - ♍৬৮,৪০৭ টি টিকিট অর্থাৎ ১.৬৬ কোটি টাকার টিকিট। কলকাতা - ৪৫,৯৭৭ টি টিকিট অর্থাৎ ১.৪৬ কোটি টাকার টিকিট। চেন্নাইয়ে - ৬০,৪১৫ টি টিকিট অর্থাৎ- ১.০৬ কোটি টাকার টিকিট। ভারত জুড়ে সমস্ত থিয়েটারের টিকিট বিক্রি হয়েছে -৭,২৭,২০০। মোট -২০.০৬ কোটি টাকার টিকিট [সংরক্ষিত আসন ব্যতীত]।