পাঠানের পর শাহরুখের 'জওয়ান' জ্বরে কাব🦹ু গোটা দেশ। 'জওয়ান'-মুক্তির দিনই ৭ লক্ষ অগ্রিম টিকিট বিক্রি হয়ে গিয়েছে। যার মধ্যে শুধুমাত্র বাংলাতেই নাকি ১ লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। ফিল্ম বাণিজ্য বিশ্লেষকদের দাবি, প্রথম দিনেই ১০০ কোটি টাকা আয় করতে পারে ‘জওয়ান’। তবে গোটা বিশ্বের পাশাপাশি বাংলাতেও 'জওয়ান' উন্মাদনা তুঙ্গে।
এসভিএফ-এর অন্যতম কর্ণধার মহেন্দ্র সোনি নিজের X (পূর্বের টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, ‘হাও﷽য়া’ পরিষ্কার - বাংলায় নতুন রেকর্ড গড়ল জওয়ান! এক লক্ষ পঁচিশ হাজার টিকিট বিক্রি হয়েছে। মহেন্দ্র সোনি জানিয়েছেন, ‘ যদিও প্রিয়া সিনেমার সঙ্গে ‘জওয়ান’ নিয়ে এখনও আলাপ-আলোচনা চলছে। এখানে কোনোও নির্ꦏদিষ্ট তারিখে অন্য কোনো ছবি প্রদর্শনে কোনও বাধ্যবাধকতা নেই। জওয়ান এই বছরের সবথেকে বড় হিট হতে চলেছে। এটির সমস্ত চুক্তিতে ন্যায্য শর্তের যোগ্য।’
আরও পড়ুন-ক্যাটরিনার ভালোবাসা নি🧜য়ে সংশয় ছিল, অকপট ভিকি