গুটি গুটি পায়ে প্রায় মাসখা💝নেক পেরিয়ে এল জওয়ান। মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিস জুড়ে একাই রাজত্ব করেছে কিং খানের ছবি। অহরহ ভেঙেছে এবং গড়েছে রেকর্ড। তবে অক্টোবর আসার অনেকটাই কমেছে ছবির আয়। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবা♌র আবারও সামান্য আয় কমলো ছবির, হ্যাঁ বাই ওয়ান গেট ওয়ান অফার থাকা সত্বেও। এদিন ৫.২৫ কোটির ব্যবসা করেছে শাহরুখের ছবি।
জওয়ানের বক্স অফিস কালেকশন
♏চতুর্থ শুক্রবার অর্থাৎ ২৯ সেপ্টেম্বর ভারতীয় বক্স অফিসে ছবিটি ৫.২৫ কোটি টাকার ব্যবসা করেছে। এমনটাই জানানো হয়েছে সাচনিল্কের রিপোর্টে। বৃহস্পতিবার শাহরুখের ছবিটির আয় ছিল ৫.৯৭ কোটি। সেটা এদিন বেশ অনেকটাই কমেছে। এখন জওয়ানের মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৫৮৭.১৫ কোটি। যদি এই ট্রেন্ড চলতে থাকে তাহলে আগামী সপ্তাহের একদম শুরুতেই কিং খানের এই ছবি ৬০০ কোটির ক্লাবে প্রবেশ করে যাবে বলেই অনুমান করা হচ্ছে। এখন লম্বা উইকেন্ড। শনি রবির পর সোমবারও জাতীয় ছুটি আছে। দেখা যাক এই তিনদিনে ছবির আয় বাড়ে কিনা আবার।
জওয়ান প্রসঙ্গে
৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে জওয়ান। এই ছবিতে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছে শাহরুখ খানকে। তাঁর দুটো চরিত্রের নাম আজ💞াদ এবং বিক্রম রাঠোর। তাঁর বিপরীতে নয়নতারা এবং দীপিকা পাড়ুকোনকে দেখা গিয়েছে। খলনায়কের ভূমিকায় ছিলেন বিজয় সেতুপতি। এছাড়া অ্যাটলি পরিচালিত এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় সুনীল গ্রোভার, সানিয়া মালহোত্রা, সঞ্জিতা ভট্টাচার্য, প্রিয়ামণি, রিদ্ধি ডোগরা প্রমুখকে দেখা গিয়েছে। এই ছবিতে একাধিক সমস্যার কথা তুলে ধরা হয়েছে বলে ছবিটি মুক্তি পাওয়ার পর চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।
আরও পড়ুন: ২২ তম দিনেও অপ্রতিরোধ্য জওয়ান! ৬০০ কোটির ক্লাবে ঢুকতে আর কত দের🐭ি?
আরও পড়ুন: প্রবল বিক্রমে ১০০০ কোটি টপকাল জওয়ান, বিপুল আয়ের ꩲকে কত পাবেন? শাহরুখের ভাগই বা কী?
জওয়ান বাই ওয়ান গেট ওয়ান টিকিট ফ্রি
জওয়ান ছবিটি দারুণ সাফল্য পাওয়ার পরই এই অফার ঘোষণা করা হয়েছে। শাহরুখ খান নিজে এই খবর পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তিনি জানান, 'সুপারহিট ছবির সুপারহিট অফার।' এই অফারের আজকেই অর্থাৎ শনিবারই শেষদিন। 🌊কিন্তু এখানে একটা শর্ত আছে। টিকিꦺট অনলাইনে বুক মাই শো, পেটিএম, সিনেপলিস, আইনক্স, ইত্যাদির মাধ্যমে টিকিট কাটতে হবে।