জওয়ানের আয় দিন দিন কমেই চলেছে। গত শুক্রবার একসঙ্গে একাধিক ছব𝐆ি মুক্তি পেয়েছে, আগামীতেও পুজোর আগে আগেই একগুচ্ছ ছবি আসছে হিন্দি-বাংলা মিলিয়ে আর এই স🗹মস্ত কিছুর মধ্যেই কমছে জওয়ানের টিকিটের চাহিদা। ফলে লাগাতার পতন দেখা যাচ্ছে জওয়ানের বক্স অফিস কালেকশনে। মুক্তির পর চতুর্থ বুধবার, অর্থাৎ ৪ অক্টোবর এই ছবি মোট ২ কোটি টাকার ব্যবসা করেছে।
গত বুধবার জওয়ান মাত্র ২ কোটি টাকার ব্যবসা করেছে যা এই ছবি মু🅘ক্তি পাওয়ার পর থেকে সব থেকে কম। ফলে এই ছবিকে একজন ব্যবসার অঙ্কের নিরিখে হার মানতে হচ্ছে ফুকরে ৩ -এর মতো সদ্য রিলিজ করা ছবির কাছেও।
জওয়ান বক্স অফিস কালেকশন
২৮ তম দিনে অর্থাৎ ৪ অক্টোবর বক্স অফিসে জওয়ান মাত্র ২ কোটি টাকা আয় করেছে। যা ৩ অক্টোবর, মঙ্গলবারের থেকেও কম। মঙ্গলবার ছবিটি ২.০৫ কোটি টাকারℱ ব্যবসা করেছিল। অন্যদিকে বুধবার এটা মাত্র ২ কোটি আয় করেছে। ফলে এখন শাহরুখ খান অভিনীত জওয়ান ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৬১৫.৭২ কোটি টাকায়।
প্রসঙ্গ🧜ত সোমবার জওয়ান বক্স অফিসে ৬.৮৫ কোটি টাকা আয় করেছিল, সেখান থেকে এক ধাক্কায় মঙ্গলবার অনেকটাই কমে যায় ছবির ব্যবসা।
আরও পড়ুন: ড♓াঙ্কি-র প্লট প্রকাশ্যে! শাহরুখের সিনেমা কি তবে ভারত-কানাডা ইস্যু নিয়ে?
আরও পড়ুন: ‘জওয়ান,পাঠান যেখান থেকে করেছে…’, বাঘা𓃲যতীনের গানের প্রযুক্তিতে লেগেছে বিশাল টাকা, ফাঁস করলেন দেব
অন্যদিকে ফুকরে ৩ মোটের উপর বেশ ভালোই ব্যবসা করে যাচ্ছে। ꧃বুধবার এই ছবি ৩.৬৫ কোটি টাকা ঘরে তুলেছে, ফলে এখন এটি🌳র মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৩.৬৫ কোটি টাকায়।
জওয়ান প্রসঙ্গে
জওয়ান ছবিটি ৭ সেপ্টেম্বর মুক্তি পায়। মুখ্য ভূমিকায় শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোন, প্রমুখকে দেখা যায়। অন্যান্য চরিত্রে ছিলেন সানিয়া মালহোত্রা, সুনীল💙 গ্রোভার, রিদ্ধি ডোগরা, প্রমুখ। অ্যাটলি পরিচালিত এই ছবিটির আয় এখন যতই কমুক এটা কিন্তু বক্স অফিসে একাধিক রেকর্ড গড়েছে, এবং ভেঙেছে। চলতি বছরের সব থেকে ব্যবসা করা ছবিও বটে এটি।