শাহরুখ খান অভিনীত এবং দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমার পরিচালিত ছবি জওয়ান ৭ ꦿসেপ্টেম্বর মুক্তি পেয়েছে। আর তারপর থেকেই এই ছবি বক্স অফিসে রীতিমত কামাল দেখাচ্ছে। জওয়ানের ঝোড়ো ব্যাটিংয়ের আশেপাশে কেউ টিকতেই পারছে না। পাঁচদিনে ছবি ভারতীয় বক্স অফিসে ৩০০ কোটির ক্লাবে আর চারদিনে বিশ্বজুড়ে ৫০০ কোটির ক্লাবে ঢুকে গিয়েছে। ফলে বুঝতেই পারছেন কেবল ভারত নয়, গোটা বিশ্বজুড়ে এই ছবিটি তুমুল সাড়া পাচ্ছে। এটাই প্রথম বলিউড ছবি যা এত দ্রুত ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করল।
অ্যাটলি তাঁর ছবির মাধ্য🦂মে যে মেসেজ দিতে চেয়েছেন সেটা ভীষণই প্রশংসিত হয়েছে। সম্প্রতি পরিচালককে সম্বর্ধনা দেওয়া হয় এই ছবির বিꦇশেষ স্ক্রিনিংয়ের সময়। সেখানে ভারতীয় সেনা, মুম্বই পুলিশ এবং ট্রাফিক পুলিশের কর্মীরা উপস্থিত ছিলেন। সেখানে তিনি একটি সোনালি টিকিটে সাইন পর্যন্ত করেন।
জওয়ান সম্পর্কিত যে যে ইভেন্টে অ্যাটলি গিয়েছেন সেখানেই তিনি শাহরুখ খানের প্রশংসা করেছেন। একবার তিনি তাঁর বক্তব্যে বলেন, 'ভীষণ ভালো লাগছে, এটা সম্পূর্ণ ভাবে ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বর আমাদের সহা🐷য় আছেন। আর আমরা চিত্রনির্মাতা হিসেবে যা করার করে দিয়েছি আর সেটা পর্দায় দর্শকদের দেখতে ভালো লাগছে বলেই তাঁরা এতটা খুশি। এতটা ভালোবাসা দিচ্ছেন ছবিটিকে। আর সবটাই হচ্ছে শাহরুখ স্যারের জন্য। ধন্যবাদ শাহরুখ স্যার এবং রেড চিলিজকে এবং গত সাড়ে তিন বছর ধরে যাঁরা আমাদের༒ সঙ্গে কাজ করলেন তাঁদের ধন্যবাদ।'
আরও পড়ুন: ‘সেটে ঢুকেই কপালে চুমু খেতেন’, 'বাব🧔াসুলভ'🐽 শাহরুখ প্রসঙ্গে কলকাতার সঞ্জিতা
আরও পড়ুন: উত্তর আমেরিকায় জওয়ানের কাছে হেরে ভূত বার্বি-ওপেনহাইমার, চারদিনে কত আয় করল শাহরুখের ౠ🅺ছবি?
তিনি একই সঙ্গে জানান, 'আপনারা আমাদের এতটা ভালোবাসা দিয়েছেন যা আমাদের আরও সাহস জোগাচ্ছে। আগামী ছবিতে আমরা আরও বড় ক🧔িছু নিয়ে আসব। আমি সবার সঙ্গেই কাজ করতে চাই, সলমন স্যার, আমির স্যার, হৃতিক। এটা আমার প্রথম হিন্দি ছবি, আর তাতেই এত ভালোবাসা পেয়ে আমি ধন্য। অনেক ধন্যবাদ আমাদের ছবিকে সাপোর্ট করার জন্য। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে সবার।'
প্রসঙ্গত জওয়ান ছবিতে শাহরুখ খানকে দ্বৈত চরꦏিত্রে দেখা যাচ্ছে। তাঁর বিপরীতে মুখ্য মহিলা চরিত্রে আছেন নয়নতারা। মুখ্য খলনায়কের ভূমিকায় আছেন বিজয় সেতুপতি। এছাড়া অন্যান্য ভূমিকায়🧸 আছে সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা, সঞ্জিতা ভট্টাচার্য, প্রমুখ।