💜 শাহরুখ যেন পণ করে রেখেছেন তিনি এবার একটি করে নতুন ছবি আনবেন আর প্রতিদিন একটি করে রেকর্ড নিজেই গড়বেন আর নিজেই সেটা ভাঙবেন। অন্তত জওয়ানের হালচাল দেখে তেমনটাই মনে হচ্ছে। কিং খান অভিনীত এই ছবি প্রতিদিন নতুন নতুন রেকর্ড বানাচ্ছে। জওয়ান মুক্তির মাত্র চারদিনের মাথাতেই অ্যাটলি পরিচালিত এই ছবিটি বিশ্বজুড়ে ৫৩১ কোটি টাকা আয় করে ফেলেছে। এটাই প্রথম হিন্দি ছবি যা এত দ্রুত এত টাকা আয় করতে সক্ষম হল। শুধুই কি তাই, শাহরুখ খান হলেন একমাত্র অভিনেতা যিনি একটা বছরে পরপর দুটো এমন ছবি করলেন যা বিশ্বজুড়ে ৫০০ কোটির বেশি আয় করল। জওয়ান তো বটেই, পাঠানও বক্স অফিসে দারুণ ঝড় তুলেছিল মুক্তি পাওয়ার পর।
বিশ্বজুড়ে জওয়ানের বক্স অফিস কালেকশন
ဣফিল্ম ট্রেড অ্যানালিস্ট মনোবল বিজয়বালান রবিবার এক্সকে একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, 'জওয়ান ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস। মাত্র চারদিনে এই ছবি ৫০০ কোটির ক্লাবে নাম লেখাল। একই সঙ্গে একদিনে সব থেকে বেশি আয় বলিউড ছবির তকমা পেল।' তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে এরপর লেখেন জওয়ান, নয়নতারা, শাহরুখ খান। একই সঙ্গে তিনি কবে এই ছবি কত টাকা আয় করেছে সেটাও লেখেন। তাঁর পোস্ট অনুযায়ী 'প্রথম দিন জওয়ান ১২৫.০৫ কোটি আয় করেছে, দ্বিতীয় দিন ১০৯.২৪ কোটি, তৃতীয় দিন ১৪০.১৭ কোটি, চতুর্থ দিন ১৫৬.৮০ কোটি টাকা আয় করেছে। অর্থাৎ মোট ৫৩১.২৬ কোটি টাকা আয় করেছে জওয়ান। শাহরুখ খান এখন একমাত্র অভিনেতা যিনি একটাই বছরে দুটো এমন ছবি করলেন যা ৫০০ কোটির গণ্ডি টপকাল।'
আরও পড়ুন: ✤‘পাঠান’-'গদর ২'-র রেকর্ড ভাঙার মুখে, মাত্র ৫ দিনেই ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করবে জওয়ান?
ಞএকই সঙ্গে তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রে ছবিটি কত আয় করেছে সেটার হিসেব দিয়েছেন আরেকটি টুইটে। সেখানে তিনি লেখেন, ‘আমেরিকা যুক্তরাষ্ট্রে বার্বি এবং ওপেনহাইমারকে পিছনে ফেলে দিল জওয়ান।’
💖প্রসঙ্গত, ‘জওয়ান’ ছবিটিতে দ্বৈত চরিত্রে দেখা যাচ্ছে শাহরুখ খানকে। এখানে তিনি বিক্রম রাঠোর এবং আজাদের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর সঙ্গে মুখ্য মহিলা চরিত্র তথা দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা। খলনায়কের চরিত্রে আছেন বিজয় সেতুপতি। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা, সঞ্জিতা ভট্টাচার্য প্রমুখ আছেন। ক্যামিও চরিত্রে দেখা মিলেছে দীপিকা পাড়ুকোন এবং সঞ্জয় দত্তের।