‘দ্বিতীয় পুরুষ’ ছবিতে খোকা ওরফে অনির্বাণ ভট্টাচার্য বলেছিলেন শাহরুখ খান যেদিন ফিরবে সেদিন কেউ পার পাবে না। সত্যিই যেন সেটাই ঘটছে। এই ৫৭ বছর বয়সী লোকটা যেন পণ করেছেন নি𒁏জেই রেকর্ড গড়বেন, নিজেই সেটা ভাঙবেন। আর সেই পণ অনুযায়ী নিজেই নিজের পাঠান ছবির রেকর্ড ভাঙতে বসেছেন। ‘জওয়ান’ ছবিটি যেন বক্স অফিসের সমস্ত রেকর্ড 𝔍ভেঙে নতুন বেঞ্চমার্ক তৈরি করবে এবার।
৭ সেপ্টেম্বর মুক্তি পায় অ্যাটলি পরিচালিত 🦩‘জওয়ান’। আর প্রথমদিনই সকলকে তাক লাগিয়ে সব রেকর্ড ভেঙে প্রায় ৭৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। তারপর লাফিয়ে লাফিয়ে বেড়েছে আয়ের পরিমাণ। যদিও দ্বিতীয় দিন অর্থাৎ প্রথম শুক্রবার, ৮ সেপ্টেম্বর প্রথমদিনের তুলনায় আয় খানিকটা কমেছিল, সেদিন জওয়ান ম෴াত্র ৫২.২৩ কোটি টাকা আয় করেছিল। কিন্তু শনিবার দিন ফের ঘুরে দাঁড়ায় এই ছবি। সেদিন ৭৭ কোটি টাকা আয় করে ভারতীয় বক্স অফিসে যা রবিবার আরও বেড়ে হয় ৮১ কোটি টাকা। ফলে বুঝতেই পারছেন একদিনে এই প্রথম কোনও বলিউড ছবি এত টাকা আয় করল। অর্থাৎ প্রথম চারদিনেই ভারতীয় বক্স অফিসে ‘জওয়ান’ ২৮৭ কোটি টাকা তুলে নিয়েছে।
অ্যাডভান্স বুকিংয়ের হিসেব যদি দেখা যায় ইতিমধ্যেই শাহরুখ খানের এই ছবি ৭ কোটি টাকা আয় করে বসে আছে পঞ্চম দিনের জন্য। ফলে এটা খুব স্পষ্ট যে মাত্র পাঁচদিনেই ‘জওয়ান’ ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করতে চলেছে। আর মনে রাখবেন এই হিসেব✃ কিন্তু কেবল ভারতীয় বক💯্স অফিসের। অন্যদিকে শাহরুখের আরেক ছবি ‘পাঠান’ সপ্তম দিনে ৩০০ কোটির গণ্ডি পেরিয়ে ৩১৫ কোটি টাকা ঘরে তুলেছিল আর সানি দেওলের ‘গদর ২’ অষ্টম দিনে ২০.৫ কোটি টাকা আয় করে মোট ৩০৫ কোটি টাকা ঘরে তোলে। সেক্ষেত্রে অনেক দ্রুত ‘জওয়ান’ ৩০০ কোটির গণ্ডি টপকে যেতে চলেছে।
আরও পড়ুন: সারেগ🦂ামাপা খ্যাত রাহুলের গলায় ‘চালেয়া’র বাংলা ভার্সন শুনে মুগ্ধ শিল্পা, প্রশংসা করে কী বললেন?
আরও পড়ুন: জওয়ান෴ে শাহরুখের বডি ডাবল কে ছিলেন জ🎐ানেন? হাড়হিম করা হাঁড়ির খবর ফাঁস করলেন তিনি
ফলে ট্রেন্ড দেখে এটুকু স্পষ্ট যে এমনটা যদি চলতে থাকে তাহলে কয়েকদিনেই🌜 এটি ৫০০ কোটির ক্লাবে প্রবেশ তো করবেই একই সঙ্গে এই ক্লাবে থাকা ‘বাহুবলি’, ‘গদর ⛎২’ এবং ‘পাঠান’ তিনটের রেকর্ডকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে।
প্রসঙ্গত ‘জওয়ান’ ছবিটিতে দ্বৈত চরিত্রে দেখা যাচ্ছে শাহরুখ খানকে। এখানে তিনি বিক্রম রাঠোর এবং আজাদের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর সঙ্গে মুখ্য মহিলা চরিত্র তথা ♓দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা। খলনায়কের চরিত্রে আছেন বিজয় সেতুপতি। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা, সঞ্জিতা ভট্টাচার্য প্রমুখ আছেন। ক্যামিও চরিত্রে দেখা মিলেছে দীপিকা পাড়ুকোন এবং সঞ্জয় দত্তের।