দেখতে দেখতে ১০০০ কোটির দোরগোড়ায় শাহরুখ খানের ‘জওয়ান’। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। মুক্তির তৃতীয় রবিবারেই এই মাইলস্টোনের কাছাকাছি কিং খানের ছবি। ইন্ডাস্ট্রির নতুন বেঞ্চমার্ক যে আগামিতে ১০০০ কোটিই হতে চলেছে তা বুঝিয়ে দিলেন শাহরুখ খান। তবে শাহরুখের প্রযোজনা সংস্থা অবশ্য কন্যা দিবসে এই সাফল্য ‘গার্ল পাওয়ার’কেই উৎসর্গ করল। আরও পড়ুন-‘পাঠান’ ভেঙে চ൩ুꦦর চুর, ‘জওয়ান’ শাহরুখ ফের বলিউডের বেতাজ বাদশা, ১৭ দিনের আয় কত?
তৃতীয় শনিবার বিশ্ব বক্স অফিসে আয় চমকে দিল!
সপ্তাহান্তে মা লক্ষ্মী ফের প্রসন্ন কিং খানে! এক লাফে বেড়েছে আয়। দেশের বক্স অফিসের পাশাপাশি ব🃏িশ্বজুড়ে এখনও জারি রয়েছে ‘শাহরুখ-শাসন’। এখনও পর্যন্ত বিশ্ব বক্স অফিসে এই ছবির আয় দাঁড়িয়েছে ৯৭৯.০৮ কোটি টাকা। অর্থাৎ ১০০০ কোটির মালইস্টোন থেকে মাত্র ২১ কোটি টাকা দূরে ‘জওয়ান’। শনিবার বিশ্বজুড়ে জওয়ানের মোট কালেকশন ছিল ২৬.০৮ কোটি টাকা। চার বছর পর ‘পাঠান’-এর সঙ্গে বছরের শুরুতেই বাদশাহি ক্যামব্যাক করেছিলেন তারকা। সেই রেশ কাটতে না কাটতেই জওয়ান জ্বরে কাবু গোটা বিশ্ব। মাত্র ৭ মাসের ব্যাবধানে বক্স অফিসে ২টো ১০০০ কোটির ছবি উপহার দিতে চলেছেন শাহরুখ খান। তাঁর ম্যাজিক দেখতে ফের হলমুখী দর্শক।🍰
শনিবার ছবির আয় ২৬ কোটি থাকায়, ধরে নেওয়া যেতেই পারে রবিবারও জওয়ানের কালেকশন দাঁড়াবে ২৫-২৬ কোটির আশেপাশে। তাই বলাই যায় ১০০০ কোটির লক্ষ্যমাত্রা থেকে ২১ কোটি দূরে দাঁড়ানো জওয়ান আজ (পড়ুন রবিবার) সেই সাফল্য ছুঁয়ে ফেলবে। এই মাইলস্টোন✅ ছুঁয়ে ফেললে শাহরুখই প্রথম ভারতীয় অভিনেতা হবেন যাঁর দুটো ছবি (আগে পাঠান) বক্স অফিসে ১০০০ কোটির বেশি ব্যবসা করতে সফল হয়েছে।
দেশের বক্স অফিসে ৫৫০ কোটির দিকে এগোচ্ছে জওয়ান
১৭ দিনে দেশের বক্স অফিসে জওয়ান-এর আয় ৫৪৬.৫৮ কোটি। যা টপকে গিয়েছে পাঠানকেও। এখন ভারতের বক্স অফিসের স෴বচেয়ে বেশি টাকা কামানো হিন্দি ছবির তালিকায় এক নম্বরে রয়েছে অ্যাটলি কুমারের ছবি। দুই নম্বরে রয়েছে ‘পাঠান’। আর তিনে ‘গদর ২’। নিজেই নিজেকে পরাস্ত করলেন শাহরুখ, আসলে তাঁর তুলনা তিনি নিজেই। পাঠান বক্স অফিসে প্রায় ৫৮ দিনে ভারতের বাজার থেকে ঘরে তুলেছিল ৫৪৩.০৯ কোটি। সেখানে জওয়ানের এই আয় করতে সময় লাগল মাত্র ১৭ দিন।
২০২৩-এ শাহরুখের তিন নম্বর রিলিজ ডাঙ্কি
ছবির স্টোরিলাইনের সঙ্গে মিলিয়েই জন্মাষ্টমীতে মুক্তি পেয়েছিল ‘জওয়ান’। তারপর থেকে বক্স অফিস জুড়ে একটাই নাম- শাহরুখ খান! চলতি বছরে দুটো ব্লকবাস্টার দিয়েই খান্ত হবেন না কিং খান। বছর শেষে ফের একবার আসবেন অনুরাগীদের দিতে বিনোদনের হাই ডোজ। মুক্তি পাওয়ার কথা রয়েছে ডাঙ্কি সিনেমাটির। প্রথমবার রাজকুমার হিরানির পরিচালনায় কা♒জ করবেন কিং খান, সিনেমার নায়িকা তাপসী পান্নু। এছাড়াও রয়েছেন ভিকি কৌশল, ধর্মেন্দ্র।