বাংলার অন্যতম সুপারস্টার তিনি। তাঁর ছবি মুক্তি পাওয়া মানেই পোস্টারে মালা ঝুলিয়ে, ঢাক, ঢোল পিটিয়ে অনুরাগীদের উন্মাদনা। কার কথা বলছি? জিৎ। তিনি যে কেবল ভালো অভিনেতাই নন,💯 ভালো মানুষও সেটার প্রমাণ এদিন তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখতেই দেখা গেল।
কী করেছেন জিৎ?
জিৎ এদিন নবরাত্রি এবং দুর্গাপুজো উপলক🧜্ষ্যে মানবসেবায় ব্রতী হন। দুঃস্থ শিশুদের সঙ্গে সময় কাটান। তাঁদের নিজের হাতে খাবার খাওয়ান। তাতে ছিল লুচি, তরকারি, কলা, ইত্যাদি দেখা। শুধুই কি তাই? এಌদিন তাঁর ছেলেকে সেই শিশুদের সঙ্গে খেলতেও দেখা যায়।
জিতের সঙ্গে তাঁর মাকে দেখা যায়। এদিন তাঁদের নবরাত্রি পালন এবং পুজোর𒁃 ঝলকও এই ভিডিয়োতে তুলে ধরেন তিনি। গোটা দিনের টুকরো ভিডিয়ো পোস্ট করে জিৎ এদিন লেখেন, 'জয় মা।'
জিতের এই রূপ দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা। রুক্মিণী ꦐমৈত্র সহ তাঁর একাধিক সহকর্মী তাঁর এই পোস্টে তাঁকে ভালোবাসা জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'দাদা তুমি কি জানো যে যত বড় জ্ঞানী, গুনী সে ততই বিনয়ী আজ তুমি তা বুঝিয়ে দিয়েছ, তোমার ছেলের সঙ্গে ওদের মিশতে দিলে কি অদ্ভুত একটা ব্যাপার।' আরেকজন লেখেন, 'শুভ শারদীয়া দাদা, তুমি অনেক অনেক ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা রোনাভকে।' তৃতীয় জন লেখেন, 'আপনার ভক্ত বলে নিজেকে গর্বিত মনে হয়। আপনি খুব ভালো মানুষ। ভালো থাকুন।' চতুর্থ জন লেখেন, 'আপনার ছেলেকে আপনার মতোই দেখতে হয়েছে।'
আরও পড়ুন: 'ভিতরের বাঙালি মেয়েটা 🌳আনন্দে আত্মহারা' প্রথমবার টাইমস স্কোয়ারে দুর্গাপুজো! কী বললেন আমেরিকার বাঙালি
প্রসঙ্গত জিৎ এবং মোহনার মেয়ে বড়। ২০২৩ সালের অক্টোবর মাসে জন্ম হয় জিতের ছেলে এবং তাঁর দ্বিতীয় সন্তান রোনাভের। অভিনেতাকে শেষবার বুমেরাং ছবিতে দেখা গিয়েছে। সায়েন্স ফিকশন এই ছবিতে দ্বৈত চরিত্রে নজর কেড়েছিলেন তিনি। সঙ্গে দেখা গিয়েছিল রুক্൲মিণী মৈত্রকে।